ভাইরাল অডিয়ো-কাণ্ডে চাপে অনুব্রত, পুলিশের এফআইআর, তৃণমূলের চার ঘণ্টার আল্টিমেটাম

দল ও প্রশাসন— দুই দিক থেকেই প্রবল চাপে পড়েছেন বীরভূমের প্রভাবশালী তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। সম্প্রতি ভাইরাল হওয়া একটি অডিয়ো ক্লিপ ঘিরে শুরু হওয়া বিতর্কে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। অন্যদিকে, তৃণমূলের তরফে তাঁকে চার ঘণ্টার মধ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার বোলপুর থানার আইসি লিটন হালদারের দায়ের করা অভিযোগের ভিত্তিতে অনুব্রতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। জেলা পুলিশ সুপার আমনদীপ জানিয়েছেন, অনুব্রতের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়া, হুমকি, শ্লীলতাহানি ও কর্মচারী হেনস্থার অভিযোগে তদন্ত শুরু হয়েছে।

তৃণমূলের শীর্ষ নেতৃত্ব প্রথমে বিষয়টি নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করতে চাননি। তবে বেলা বাড়তেই দলীয় স্তরে অবস্থান বদলায়। দুপুর ২টো ৩২ মিনিট নাগাদ তৃণমূল জানিয়ে দেয়, চার ঘণ্টার মধ্যে অনুব্রতকে নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হবে। দলের তরফে স্পষ্ট জানানো হয়, পুলিশের বিরুদ্ধে যে ভাষা ব্যবহার করা হয়েছে, তা দল কোনওভাবেই সমর্থন করে না।

ভাইরাল হওয়া অডিয়োতে একজনকে আইসি লিটন হালদারকে ফোনে গালিগালাজ ও হুমকি দিতে শোনা যায়, যাঁকে অনুব্রত মণ্ডল বলেই ধরে নেওয়া হচ্ছে। যদিও অনুব্রত দাবি করেছেন, কণ্ঠস্বরটি তাঁর নয় এবং ফোনে আইসি-র থেকে অপমানজনক আচরণ পেয়েছিলেন বলেই ক্ষুব্ধ ছিলেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগ গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং যতটা সম্ভব কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে ভারতীয় সেনা, সিকিম পুলিশ ও আইটিবিপি-র সহায়তায় তদন্তে নেমেছে পুলিশ বাহিনী।

Related posts

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?

১ অক্টোবর থেকে আধার আপডেটের খরচ বাড়ছে ২৫-৫০%! দেখে নিন নতুন হারে কত লাগবে