‘দো আঁশলা লোক নিয়ে সংগঠন হয় না’, অস্বস্তি বাড়িয়ে বিজেপি রাজ্য সভাপতিকে নিশানা অনুপমের

অনুপম হাজরা, সুকান্ত মজুমদার। প্রতীকী ছবি

কলকাতা: রাজ্য বিজেপির অস্বস্তি বাড়ালেন অনুপম হাজরা। সরাসরি দলের রাজ্য সভাপতিকেই নিশানা করে প্রাক্তন সাংসদ বলেন, “দো আঁশলা লোক নিয়ে সংগঠন করা খুব মুশকিল”।

রাজ্য সভাপতির যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দিয়ে অনুপমের মন্তব্য, “রাজ্য সভাপতির মধ্যে সেই ব্যক্তিত্ব থাকা দরকার, যে নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারেন। এই মানসিকতা নিয়ে চলতে থাকলে অব কি বার দু’শো পার করতে গিয়ে ৭৭-এই আটকে যাবে”।

সম্প্রতি রাজ্য সভাপতির কর্মকাণ্ড নিয়েও তোপ দেগেছেন অনুপম। তাঁর কথায়, “পদাধিকারীদের চেয়ে যাদের পদ নেই, তাদের পিছনে বেশি লোক। বাইরের লোক নিয়ে বোলপুরে র‍্যালি করলেন সুকান্ত মজুমদার। বাইরে থেকে লোক না এনে উচিত ছিল আমাকে জানানোর। নিজে বিরাট কিছু না করতে পারলে কেন অন্যের সহযোগিতা নিতে ক্ষতি কী”?

বৈদিক ভিলেজে বিজেপির প্রশিক্ষণ শিবিরে ডাক পাননি অনুপম। সেই ঘটনার রেশ ধরেই তাঁর কড়া প্রতিক্রিয়া, “বাঙালি কাঁকড়ার জাত হয়ে আর কতদিন থাকবে? সংগঠনের কেউ উপরে উঠলে, টেনে নামাব, এ রকম চললেই ৭৭-এই আটকে যাবে। অনেকে গুড বয় সাজে, সোজা কথা সোজা ভাবে বলতে পারে না”।

আরও পড়ুন: বৃষ্টিস্নাত কলকাতায় পুজোর আমেজ, শোভাযাত্রায় পা মেলালেন মুখ্যমন্ত্রী

Related posts

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?