চুঁচুড়া: হুগলির আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারকে হুমকি! অপরূপার অভিযোগ, মঙ্গলবার রাত সাড়ে ১০টা নাগাদ তাঁর হোয়াটসঅ্যাপে অপরিচিত নম্বর থেকে একটি হুমকি মেসেজ পাঠানো হয়েছিল। তাতে লেখা ‘তুই বাঁচবি তো?’ বুধবার সকালে সাংসদ শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের করেন। জানা গিয়েছে, এর পর শেওড়াফুলির এক বিজেপি নেতাকে আটক করেছে পুলিশ।
জানা গিয়েছে, সাংসদকে ওই হুমকি বার্তা পাঠানোর অভিযোগ উঠেছে শেওড়াফুলির চাতরা এলাকার বাসিন্দা তথা স্থানীয় বিজেপি নেতা অম্লান দত্তের বিরুদ্ধে। পুলিশ তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তি গত পুরসভা ভোটে বৈদ্যবাটি পুরসভায় তিনি বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এখন কী উদ্দেশ্য নিয়ে সাংসদকে এই মেসেজ করা হয়েছে? এর পিছনে অন্য কোনো অভিসন্ধি রয়েছে কিনা? তদন্তে নেমে সবটাই খতিয়ে দেখছে পুলিশ।
এ ব্যাপারে অপরূপার বক্তব্য, ‘‘অম্লান দত্তের মাধ্যমে বিজেপি আমাকে নিশানা করছে। কিন্তু আমি তাতে ভয় পাই না। আইন আইনের পথে চলবে।’’ অন্য দিকে, বিজেপি শ্রীরামপুর সংগঠনিক জেলা সভাপতি মোহন আদক বলেন, “বাংলার পুলিশ বিরোধীদের জন্য অতি সক্রিয়। এই পুলিশকে শাসকদলের নেতারাই হুমকি দেয়। বিরোধীরা কিছু করলে সামান্য কারণেই গ্রেফতার করা হয়। তবে কাউকে ব্যক্তিগত আক্রমণ করা উচিত নয়।”