১ সেপ্টেম্বর থেকে দিল্লি-ওয়াশিংটন উড়ান স্থগিত করছে এয়ার ইন্ডিয়া

আগামী মাস থেকে দিল্লি ও ওয়াশিংটন ডিসির মধ্যে নিজেদের পরিষেবা বন্ধ রাখবে এয়ার ইন্ডিয়া। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, বেশ কয়েকটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানের রেট্রোফিটিং কাজ চলার কারণে এবং অন্যান্য কার্যকরী সমস্যার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংস্থার লন্ডনগামী একটি ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমান গত ১২ জুন আহমেদাবাদে আকাশে ওড়ার মুহূর্তে দুর্ঘটনার কবলে পড়ে বিধ্বস্ত হওয়ার দুই মাস পর এমন ঘোষণা করল সংস্থা। ওই দুর্ঘটনায় বিমানে থাকা ২৪২ জন যাত্রী ও কর্মীর মধ্যে শুধু মাত্র একজন প্রাণে বেঁচে যান। বিমানটি ভেঙে পড়ার পর প্রায় ২০ জন সাধারণ মানুষেরও মৃত্যু হয়।

এয়ার ইন্ডিয়া জানিয়েছে, ১ সেপ্টেম্বর থেকে এই পরিষেবা স্থগিত থাকবে যাতে সমগ্র রুট নেটওয়ার্কের নির্ভরযোগ্যতা ও সুষ্ঠু পরিচালনা বজায় রাখা যায়। সংস্থার ২৬টি বোয়িং ৭৮৭-৮ বিমানের রেট্রোফিটিং কাজ চলবে অন্তত ২০২৬ সালের শেষ পর্যন্ত, যার ফলে একাধিক বিমান দীর্ঘ সময়ের জন্য পরিষেবার বাইরে থাকবে।

এছাড়া পাকিস্তানের আকাশপথ বন্ধ থাকায় দীর্ঘপাল্লার উড়ানের রুট পরিবর্তন করতে হচ্ছে, যা অপারেশনাল জটিলতা বাড়িয়েছে বলেও সংস্থা জানিয়েছে।

Related posts

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?