ভাঙড়: তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে ভাঙড়ে হামলার শিকার হলেন তৃণমূল নেতা আরাবুল ইসলাম। বুধবার সকালে ভাঙড়ের ওয়ারি এলাকায় দলীয় পতাকা তোলার সময় হামলার ঘটনা ঘটে। অভিযোগ, বিরোধী গোষ্ঠীর কর্মীরা তাঁর গাড়িতে ভাঙচুর চালায়।
ঘটনার সময় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। আরাবুলের অনুগামীদের অভিযোগ, এই হামলার পেছনে তৃণমূল বিধায়ক শওকত মোল্লার অনুগামীরা জড়িত। পতাকা তোলার পর আরাবুল যখন গাড়িতে করে বের হচ্ছিলেন, তখনই হামলা চালানো হয়। গাড়িতে ব্যাপক ভাঙচুর চলে এবং দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পোলেরহাট থানার পাশাপাশি হাতিশালা থানার পুলিশ পৌঁছায়। পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি সামাল দেয়। আরাবুল অবশ্য এ নিয়ে প্রতিক্রিয়া দিতে নারাজ। বিরক্তির সুরে তিনি বলেন, ‘‘আজ দলের প্রতিষ্ঠা দিবস। এ সব নিয়ে কিচ্ছু বলব না। যে যা পারে করুক।’’
এ বিষয়ে শওকত মোল্লা জানান, “ওয়ারি বুথে পঞ্চায়েত সমিতির প্রধান ও কর্মাধ্যক্ষরা পতাকা উত্তোলন করেছেন। পরে আরাবুল ইসলাম সেই পতাকা নামিয়ে ফের তুলতে গেলে স্থানীয়রা প্রতিবাদ জানায়। তখনই এই পরিস্থিতির সৃষ্টি হয়।”