কলকাতা: বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারি নিয়ে কড়া প্রতিক্রিয়া তৃণমূল সাংসদ অর্জুন সিংয়ের। তাঁর দাবি, একাধিক অভিযোগ উঠলেও সেগুলি এখনও প্রমাণিত হয়নি। মিডিয়া ট্রায়াল করে তাঁকে (জ্যোতিপ্রিয়কে) অভিযুক্ত করে দেওয়া হচ্ছে।
জগদ্দল বিধানসভার অন্তর্গত আতপুর রথ মেলার মাঠের সামনে বিক্ষোভ কর্মসূচি নিয়েছিল আতপুর- জগদ্দল শহর তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। সেখানে উপস্থিত হয়েছিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ। সেখানেই অর্জুন বলেন, “আমাদের দলের পুরনো কর্মী অভিক্ত জেলার সভাপতিকে ইডি গ্রেফতার করেছে। তবে আমাদের দুর্ভাগ্য দোষ প্রমাণিত হওয়ার আগেই মিডিয়ার একাংশ তার ট্রায়াল শুরু করে দিয়েছে।”
একইসঙ্গে অর্জুন আরও বলেন, “আমরা যখন ১০০ দিনের কাজের ন্যায্য টাকা চেয়ে দিল্লিতে আন্দোলন করেছি, তারপরেই কেন্দ্রীয় এজেন্সি দিয়ে আমাদের দলের নেতা কর্মীদের দিয়ে গ্রেফতার করানো হচ্ছে। যা বাংলার মানুষ মেনে নিতে পারছে না।”
এ দিন খাদ্যমন্ত্রী রথীন ঘোষের নেতৃত্বে শনিবার মধ্যমগ্রাম শহরে প্রতিবাদ মিছিল করে তৃণমূল। জ্যোতিপ্রিয়র গ্রেফাতারিকে ‘‘বিজেপির ষড়যন্ত্র’’ আখ্যা দিয়ে মিছিল থেকে রথীন প্রশ্ন তোলেন, ‘‘একশো দিনের কাজ এবং আবাস যোজনা নিয়ে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আন্দোলন করছিলেন, তার অভিমুখ ঘুরিয়ে দেওয়ার জন্য কি এই সব গ্রেফতারি?’’ এ প্রশ্নের জবাবও নিজেই দিয়ে তাঁর মন্তব্য, ‘‘বিজেপি সিবিআই এবং ইডির মতো কেন্দ্রীয় এজেন্সি দিয়ে আমাদের লোকেদের হয়রান এবং হেনস্থা করছে। এর প্রতিবাদে আমরা আন্দোলন করছি।’’