বাড়ল অর্জুন সিং এর নিরাপত্তা, Z ক্যাটাগরি নিরাপত্তা দিল স্বরাষ্ট্র মন্ত্রক

ডেস্ক: সাংসদ অর্জুন সিং এর নিরাপত্তা বাড়ানো হল।এত দিন পর্যন্ত Y+( ওয়াই প্লাস) ক্যাটাগরি নিরাপত্তা পেতেন তিনি। এবার সেই নিরাপত্তা আরও বাড়ানো হল। অর্জুনকে Z (জেড ক্যাটাগরি)  নিরাপত্তা দেওয়া হল। স্বরাষ্ট্র মন্ত্রকের (Home Ministry) তরফে তাঁর নিরাপত্তা বাড়ানো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 


অর্জুন সিং জানান,যেভাবে তাঁর উপর আক্রমণ বাড়ছে, তার জন্য তাঁকে কেন্দ্রীয় সরকার এই বাড়তি নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। নবান্নে বসে আমাকে মারার পরিকল্পনা হচ্ছে।’ তিনি বলেন, ‘রাজ্য সরকার আমার কথা শোনেনি। কেন্দ্রকে জানিয়েছিলাম। কেন্দ্র বুঝতে পেরেছে যে আমার ওপর বারবার হামলা হচ্ছে। সরকার মেরে দেওয়ার প্ল্যান করছে। তাই নিরাপত্তা বাড়িয়েছে।

আরও পড়ুন: অজানা জ্বরে কাহিল শিশুরা, বিশেষজ্ঞ কমিটি গড়ল স্বাস্থ্যভবন


পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দায়ী করেন বারাকপুরের বিজেপি (BJP) সাংসদ। যদিও সে অভিযোগ খারিজ করেছে শাসকদল। ইতিমধ্যেই অর্জুন সিংয়ের বাড়ি লক্ষ্য করে বোমাবাজির ঘটনার তদন্তে নেমেছে এনআইএ (NIA)।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক