পাকিস্তানের বালোচিস্তান প্রদেশে ফের রক্তাক্ত হামলা। শুক্রবার কোয়েটা-লাহোর জাতীয় সড়কে যাত্রীবোঝাই একটি বাস থামিয়ে ৯ জন যাত্রীকে অপহরণ করে গুলি করে হত্যা করল সশস্ত্র জঙ্গিরা। নিহত সকলেই পঞ্জাব প্রদেশের বাসিন্দা বলে জানিয়েছেন ঝোব এলাকার অ্যাসিস্ট্যান্ট কমিশনার নবীদ আলম।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, কোয়েটা থেকে লাহোরগামী একটি বাস আটকায় হামলাকারীরা। যাত্রীদের পরিচয়পত্র পরীক্ষা করে পঞ্জাব প্রদেশের ৯ জনকে নামিয়ে এনে গুলি করে হত্যা করা হয়। মৃতদেহগুলি উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।
এই প্রথম নয়, এর আগেও বালোচিস্তানের সড়কপথে চলাচলকারী যাত্রীদের লক্ষ্য করে একাধিকবার এমন হামলা হয়েছে। মূলত পঞ্জাবের বাসিন্দাদের উপরেই এই হামলার লক্ষ্য স্থির করে থাকে জাতিগত বালোচ জঙ্গিগোষ্ঠীগুলি। যদিও এই ঘটনার দায় এখনও কোনও সংগঠন স্বীকার করেনি।
এই ঘটনার পাশাপাশি বালোচিস্তানের কোয়েটা, লোরালাই ও মস্তুং এলাকাতেও তিনটি পৃথক জঙ্গি হামলার চেষ্টা হয়েছে বলে জানিয়েছেন প্রাদেশিক সরকারের মুখপাত্র শহিদ রিন্ড। তাঁর দাবি, নিরাপত্তাবাহিনী সমস্ত হামলাই প্রতিহত করেছে।
তবে স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, বৃহস্পতিবার রাতে প্রদেশের বিভিন্ন এলাকায় একযোগে হামলা চালায় জঙ্গিরা। টার্গেট করা হয় পুলিশ চৌকি, ব্যাঙ্ক, সরকারি ভবন ও মোবাইল টাওয়ার।
বালোচিস্তান দীর্ঘদিন ধরেই বিদ্রোহী আন্দোলনের কেন্দ্রস্থল। ইরান ও আফগানিস্তান সীমান্তবর্তী এই প্রদেশে প্রায়শই বিচ্ছিন্নতাবাদী হামলার ঘটনা ঘটে।