অরুণাচলপ্রদেশে ভেঙে পড়ল সেনা হেলিকপ্টার চিতা, পাইলটদের খোঁজে তল্লাশি

বৃহস্পতিবার অরুণাচলপ্রদেশের বোমডিলার কাছে একটি সামরিক হেলিকপ্টার ভেঙে পড়ে। সকাল ৯টা ১৫ মিনিটে হেলিকপ্টারটির সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানা গিয়েছে।

বোমডিলার পশ্চিমে মান্দালার কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকারী দল কাজ শুরু করে। রিপোর্ট অনুযায়ী, একজন লেফটেন্যান্ট কর্নেল এবং একজন মেজর চিতাতে চড়ে সেঞ্জ থেকে মিসামারির দিকে যাচ্ছিলেন। আচমকা মান্দালার কাছে ভেঙে পড়ে চিতা।

প্রতিরক্ষা মুখপাত্র (গুয়াহাটি) লেফটেন্যান্ট কর্নেল মহেন্দ্র রাওয়াত একটি বিবৃতিতে জানান, “সেনার একটি চিতা হেলিকপ্টার অরুণাচলপ্রদেশের বোমডিলার কাছে একটি রুটিন টহলদারি চালাচ্ছিল। বৃহস্পতিবার সকাল সওয়া ৯টা নাগাদ এটিসি-র সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানা গেছে। বোমডিলার পশ্চিমে মান্দালার কাছে এটি বিধ্বস্ত হয়েছে বলে জানা গিয়েছে”।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক