বৃহস্পতিবার অরুণাচলপ্রদেশের বোমডিলার কাছে একটি সামরিক হেলিকপ্টার ভেঙে পড়ে। সকাল ৯টা ১৫ মিনিটে হেলিকপ্টারটির সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানা গিয়েছে।
বোমডিলার পশ্চিমে মান্দালার কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকারী দল কাজ শুরু করে। রিপোর্ট অনুযায়ী, একজন লেফটেন্যান্ট কর্নেল এবং একজন মেজর চিতাতে চড়ে সেঞ্জ থেকে মিসামারির দিকে যাচ্ছিলেন। আচমকা মান্দালার কাছে ভেঙে পড়ে চিতা।
প্রতিরক্ষা মুখপাত্র (গুয়াহাটি) লেফটেন্যান্ট কর্নেল মহেন্দ্র রাওয়াত একটি বিবৃতিতে জানান, “সেনার একটি চিতা হেলিকপ্টার অরুণাচলপ্রদেশের বোমডিলার কাছে একটি রুটিন টহলদারি চালাচ্ছিল। বৃহস্পতিবার সকাল সওয়া ৯টা নাগাদ এটিসি-র সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানা গেছে। বোমডিলার পশ্চিমে মান্দালার কাছে এটি বিধ্বস্ত হয়েছে বলে জানা গিয়েছে”।