কলকাতায় ফের ধর্ষণের অভিযোগ। স্বামীর জামিন পাইয়ে দেওয়ার নাম করে এক মহিলাকে ধর্ষণ ও প্রতারণার অভিযোগ উঠল এক সেনাকর্মীর বিরুদ্ধে। পার্কস্ট্রিট থানায় দায়ের হয়েছে লিখিত অভিযোগ। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত সেনাকর্মী অসমে কর্মরত ছিলেন।
নির্যাতিতা জানিয়েছেন, তাঁর স্বামী এক মামলায় অভিযুক্ত হয়ে বর্তমানে জেলে। সেই মামলায় জামিন পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে অভিযুক্ত সেনাকর্মী বিভিন্ন সময় টাকা নিয়েছেন এবং তাঁকে নানা জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করেছেন।
নগ্ন ছবি ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে তরুণীর সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগ উঠেছে অভিযুক্তের বিরুদ্ধে। ২০২৪ সালের জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে এই ঘটনাগুলি ঘটেছিল বলে অভিযোগ।
সম্প্রতি তরুণীর স্বামী জেল থেকে ছাড়া পাওয়ার পর তিনি থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে ওয়াটগঞ্জ থানা এলাকার একটি গেস্ট হাউসে হানা দেয় পুলিশ। রাত ১০টা নাগাদ সেখান থেকেই অভিযুক্ত ৩৪ বছর বয়সি যুবককে গ্রেফতার করা হয়।