বিপজ্জনক ভাবে বাঁক, রাইটার্সের সামনে সেনার ট্রাক আটকাল কলকাতা পুলিশ! অল্পের জন্য রক্ষা সিপির গাড়ি

রাইটার্সের সামনে সেনার ট্রাক আটকাল কলকাতা পুলিশ

রাইটার্স বিল্ডিংয়ের সামনে রীতিমতো উত্তেজনার পরিস্থিতি। সেনাবাহিনীর একটি ট্রাককে আটকাল কলকাতা পুলিশ। অভিযোগ, বিপজ্জনক ভাবে বাঁক নিয়ে ট্রাফিক আইন ভঙ্গ করেছিল ওই ট্রাক। আর সেই মুহূর্তেই ট্রাকের পিছনে ছিল কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা-র গাড়ি। অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান সিপি।

লালবাজার সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুরে ফোর্ট উইলিয়াম থেকে পাসপোর্ট অফিসের দিকে যাচ্ছিল সেনার ট্রাকটি। সেই সময় নিষিদ্ধ সাইনবোর্ড থাকা সত্ত্বেও হঠাৎই ডান দিকে বাঁক নেয় ট্রাক। পুলিশের দাবি, ওই রাস্তায় ‘নো রাইট টার্ন’ স্পষ্টভাবে লেখা ছিল। ট্রাফিক আইন ভেঙে ট্রাকের এই কাণ্ডেই বড়সড় বিপদ ডেকে আনতে পারত।

ঘটনার পরই ট্রাফিক পুলিশ ট্রাকটিকে দাঁড় করায় এবং খবর পাঠানো হয় হেয়ার স্ট্রিট থানায়। ঘটনাস্থলে হাজির হন পুলিশ আধিকারিকরা। ফোর্ট উইলিয়াম থেকেও সেনার ইস্টার্ন কমান্ডের আধিকারিকরা পৌঁছে যান। পরে ট্রাকটিকে নিয়ে যাওয়া হয় ডেকার্স লেনে, যেখানে বসে দুই পক্ষের আধিকারিকদের মধ্যে কথা হয়।

কলকাতা পুলিশের তরফে সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে, সেনার ট্রাক সোজা এগোতে এগোতে হঠাৎই ডান দিকে বাঁক নিচ্ছে। ঠিক সেই মুহূর্তে পুলিশ কমিশনারের গাড়িটি সংঘর্ষ এড়াতে আরও ডান দিকে সরে যায়। পুলিশের তরফে পাশাপাশি একটি ছবি প্রকাশ করা হয়েছে, যাতে দেখা যাচ্ছে ওই রাস্তায় স্পষ্টভাবে ‘নো রাইট টার্ন’ চিহ্ন বসানো রয়েছে।

তবে সেনার ট্রাকে থাকা এক কর্মী পুলিশের অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, সিগন্যাল খোলা থাকায় ট্রাক ডান দিকে ঘুরেছিল। পাশাপাশি তিনি এ-ও জানান, পিছনে কলকাতার সিপি-র গাড়ি রয়েছে, তা তাঁদের জানা ছিল না।

ঘটনা নিয়ে কী পদক্ষেপ করা হবে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে লালবাজার।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন