সাগরদিঘিতে গ্রেফতার যুবনেতা, উপনির্বাচনের আগে থানা ঘেরাও করে বিক্ষোভে কংগ্রেস

আগামী ২৭ ফেব্রুয়ারি মুর্শিদাবাদের সাগরদিঘিতে উপনির্বাচন। তার আগে সাগরদিঘির যুব কংগ্রেস নেতাকে গ্রেফতার করল পুলিশ। শনিবার ভোরে সাইদুর রহমান নামের ওই যুব কংগ্রেস নেতাকে গ্রেফতার করা হয়। সকাল থেকেই তার প্রতিবাদে পথে নামলেন কংগ্রেস সমর্থকরা। সকাল থেকে থানা ঘেরাও করে বিক্ষোভ শুরু করেছেন কংগ্রেস কর্মীরা।

স্থানীয় কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, মুর্শিদাবাদের সাগরদিঘির যুব কংগ্রেসের প্রাক্তন সভাপতি সহিদুল রহমানকে আচমকা তাঁর বাড়ি থেকে তুলে নিয়ে যায় পুলিশ। প্রথমে তাঁকে আটক করা হয়েছে বলে জানানো হয়। কিন্তু কী অভিযোগ, তা না জানিয়েই কংগ্রেস নেতাকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারের প্রতিবাদে সকাল থেকেই থানা ঘেরাও করে বিক্ষোভ শুরু করেছেন কংগ্রেস সমর্থকরা। খবর পেয়ে সাগরদিঘি যাচ্ছেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী।

তৃণমূলের অঙ্গুলিহেলনে পুলিশ এই কাজ করেছে বলেই দাবি হাতশিবিরের। যদিও অভিযোগ অস্বীকার করেছে রাজ্যের শাসকদল তৃণমূল।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক