আগামী ২৭ ফেব্রুয়ারি মুর্শিদাবাদের সাগরদিঘিতে উপনির্বাচন। তার আগে সাগরদিঘির যুব কংগ্রেস নেতাকে গ্রেফতার করল পুলিশ। শনিবার ভোরে সাইদুর রহমান নামের ওই যুব কংগ্রেস নেতাকে গ্রেফতার করা হয়। সকাল থেকেই তার প্রতিবাদে পথে নামলেন কংগ্রেস সমর্থকরা। সকাল থেকে থানা ঘেরাও করে বিক্ষোভ শুরু করেছেন কংগ্রেস কর্মীরা।
স্থানীয় কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, মুর্শিদাবাদের সাগরদিঘির যুব কংগ্রেসের প্রাক্তন সভাপতি সহিদুল রহমানকে আচমকা তাঁর বাড়ি থেকে তুলে নিয়ে যায় পুলিশ। প্রথমে তাঁকে আটক করা হয়েছে বলে জানানো হয়। কিন্তু কী অভিযোগ, তা না জানিয়েই কংগ্রেস নেতাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারের প্রতিবাদে সকাল থেকেই থানা ঘেরাও করে বিক্ষোভ শুরু করেছেন কংগ্রেস সমর্থকরা। খবর পেয়ে সাগরদিঘি যাচ্ছেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী।
তৃণমূলের অঙ্গুলিহেলনে পুলিশ এই কাজ করেছে বলেই দাবি হাতশিবিরের। যদিও অভিযোগ অস্বীকার করেছে রাজ্যের শাসকদল তৃণমূল।