আলিপুরদুয়ার: ২০০৯ সালে সোনার দোকানে চুরির মামলায় অভিযোগ দায়ের হয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে। সেই চুরির ঘটনায় তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।
চুরির মামলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আলিপুরদুয়ারের আদালত। তিনি কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার পাশাপাশি বর্তমানে কোচবিহারের সাংসদ। তাঁর সুবিধার জন্য মামলাটি বারাসত আদালতে চলে গিয়েছিল। কিন্তু, হাইকোর্টের নির্দেশে এই মামলা আবার আলিপুরদুয়ার আদালতে ফিরে এসেছে। তারপরই দ্রুত মামলার নির্দেশ জারি হল।
সরকারি আইনজীবী জানান, মূলত নিশীথ প্রামাণিকের আইনজীবী এ দিন না থাকার জেরেই এই গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। এ নিয়ে বিজেপির উদ্দেশে কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল। যদিও, বিজেপি এতে বিশেষ গুরুত্ব দিচ্ছে না।
ওয়াকিবহাল মহলের মতে, এই মুহূর্তে নিশীথকে গ্রেফতার করতে পারবে না পুলিশ। এর জন্য কেন্দ্রীয়স্তর থেকে বিভিন্ন জায়গায় অনুমতি নিতে হবে।
আরও পড়ুন: ডায়মন্ড হারবারে অভিষেকের বৈঠক স্থলের অদূরে চলল গুলি, চাঞ্চল্য