ডেস্ক: সীমান্ত বিবাদে জড়াল ভারত ও চিনা সেনা। এবার অরুণাচল প্রদেশের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় প্রায় ২০০ চিনা ফৌজের উপস্থিতির খবর মিলল। তবে বিদেশমন্ত্রক সূত্রে জানানো হয়েছে, দুই দেশের সেনাবাহিনী মুখোমুখি হলেও সংঘর্ষে না জড়িয়ে ভারতের তরফে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করে নেওয়া হয়েছে।
সূত্রের খবর, তাওয়াং সেক্টরে প্রকৃত নিয়ন্ত্রণরেখার অত্যন্ত কাছাকাছি চলে আসে চিনা ফৌজের একটি বাহিনী। তবে ভারতের সতর্ক রক্ষীরা তাদের আটকে দেয়। ফলে আবারও মুখোমুখি চলে আসে দুই দেশের ফৌজ। ক্রমে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। শুরু হয় বাকবিতণ্ডা, যা ধাক্কাধাক্কি পর্যন্ত গড়ায়। ভারতীয় সীমানায় ঢুকে পড়া বেশ কিছু চিনা সেনাকে দীর্ঘক্ষণ আটকেও রাখা হয় ৷ তবে দুই দেশের সেনা কর্তাদের মধ্যে স্থানীয় স্তরে আলোচনার পরই আটক চিনা সেনাদের ছেড়ে দেওয়া হয়৷
আরও পড়ুন: ৩৫ অক্সিজেন প্লান্টের উদ্বোধনে মোদী
এই ঘটনা নিয়ে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে এখনও কোনও বিবৃতি দেওয়া হয়নি৷ তবে প্রতিরক্ষা মন্ত্রকের সূত্র অনুযায়ী, এই ঘটনায় ভারতীয় বাহিনী বা নিরাপত্তা ব্যবস্থার কোনও ক্ষয়ক্ষতি হয়নি৷
কয়েকদিন আগে চিনা সেনা উত্তরাখণ্ডেও সীমান্ত পার করে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছিল বলে জানা যায়। পরে ভারতীয় সেনা সেই স্থানে যাওয়ার কিছু আগে অনু্প্রবেশকারী চিনা সেনা ভারতীয় ভূখণ্ড ত্যাগ করে। গত ৩০ অগস্ট এই ঘটনা ঘটেছিল।