অরুণাচলপ্রদেশ ও সিকিম বিধানসভার ভোটগণনা, কে কোথায় এগিয়ে

কলকাতা: রবিবার ভোটগণনা চলছে অরুণাচলপ্রদেশ এবং সিকিমের বিধানসভা নির্বাচনের। অরুণাচল প্রদেশে ৬০টি বিধানসভা আসন এবং সিকিম ৩২টি বিধানসভা কেন্দ্রে লোকসভার প্রথম দফার নির্বাচনে (১৯ এপ্রিল) ভোট নেওয়া হয়েছিল।

অরুণাচল প্রদেশের ৬০টি এবং সিকিমের ৩২ বিধানসভা আসনে ভোটগ্রহণ হয়েছে। ৬০ আসনের মধ্যে অরুণাচল প্রদেশে বিজেপি ইতিমধ্যেই ১০টি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে। বাকি ৫০ আসনের ভোটগণনা আজ।

প্রথম দুঘণ্টার ভোটগণনার পর দেখা যায়, সিকিমে ক্ষমতা থাকছে শাসক দল সিকিম ক্রান্তিকারী মোর্চা বা এসকেএম-র হাতেই। সিকিমের ৩২টি আসনের মধ্যে ২৯টি আসনেই এগিয়ে রয়েছে এসকেএম। অন্য দিকে, অরুণাচল প্রদেশের বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। আপাতত ২৯টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। কংগ্রেস এগিয়ে ১টি আসনে। অন্যান্যরা এগিয়ে রয়েছে ১০টি আসনে।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন