Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
অরবিন্দ কেজরিওয়ালের পদত্যাগ, দিল্লির নতুন মুখ্যমন্ত্রী অতিশী - NewsOnly24

অরবিন্দ কেজরিওয়ালের পদত্যাগ, দিল্লির নতুন মুখ্যমন্ত্রী অতিশী

নয়াদিল্লি: দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন আম আদমি পার্টির (AAP) প্রধান অরবিন্দ কেজরিওয়াল। তাঁর জায়গায় নতুন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পাচ্ছেন অতিশী। মঙ্গলবার সন্ধ্যায় লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনার কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন কেজরিওয়াল। তাঁর সঙ্গেই সাক্সেনার কাছে গিয়ে দিল্লিতে নতুন সরকার গড়ার দাবি জানিয়েছেন, আপের নবনির্বাচিত পরিষদীয় নেতা অতিশী।

কেজরিওয়ালের পদত্যাগের পরে অতিশী সাংবাদিকদের জানান, “এই মুহূর্তটি আমাদের দলের এবং দিল্লির মানুষের জন্য অত্যন্ত আবেগপ্রবণ। দিল্লির মানুষ আবার অরবিন্দ কেজরিওয়ালকেই মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চায়। তবে নির্বাচনের আগ পর্যন্ত আমি দিল্লির দায়িত্ব দেখব।”

এর আগে, আজকের দিনেই আম আদমি পার্টির পক্ষ থেকে ঘোষণা করা হয়, অতিশী সর্বসম্মতিক্রমে বিধানসভায় দলের নেতা নির্বাচিত হয়েছেন এবং আগামী বিধানসভা নির্বাচন পর্যন্ত তিনি কেজরিওয়ালের জায়গায় দিল্লির মুখ্যমন্ত্রী পদে দায়িত্ব পালন করবেন। এই নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে হওয়ার কথা থাকলেও, কেজরিওয়াল আগাম নির্বাচনের দাবি জানিয়েছেন, যা সম্ভবত আগামী মাসেই অনুষ্ঠিত হতে পারে।

অতএব, দিল্লির রাজনৈতিক অঙ্গনে এই পরিবর্তন নতুন মোড় নিয়েছে, যা সামনের দিনগুলোতে রাজ্যের রাজনৈতিক সমীকরণে বড় প্রভাব ফেলতে পারে।

Related posts

‘দেরি করা যাবে না’, ভোটের আগেই ৩ কাজ শেষ করার টার্গেট দিলেন মুখ্যমন্ত্রী

২০২৬-এর আগে ফের ফোকাসে সিঙ্গুর! মোদীর সভার জবাব দিতে হাইভোল্টেজ সফরে মমতা

বেলডাঙা অশান্তি: কেন্দ্র চাইলে এনআইএ তদন্ত করতে পারে, রাজ্যকে বাহিনী ব্যবহারের নির্দেশ হাই কোর্টের