কলকাতা: দিল্লির ইন্ডিয়া গেটের সামনে নেতাজি সুভাষচন্দ্র বসুর পূর্ণাবয়ব মূর্তি উন্মোচন। সেই অনুষ্ঠানের আমন্ত্রণ ঘিরেই তুঙ্গে রাজনৈতিক বিতর্ক। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সভা থেকে বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁর দাবি, “সঠিক ভাবে” আমন্ত্রণ জানানো হয়নি তাঁকে।
মুখ্যমন্ত্রী বলেন, তিনি গতকাল একজন আমলার কাছ থেকে একটি চিঠি পেয়েছেন, যা তাঁকে আজকের অনুষ্ঠান সম্পর্কে জানানো হয়েছে। এ দিন নেতাজি ইন্ডোরের সভায় মমতা বলেন, মঙ্গলবার দিল্লি থেকে একটি আমন্ত্রণপত্র এসেছে তাঁর কাছে। কেন্দ্রীয় সরকারের এক আন্ডার সেক্রেটারির পাঠানো ওই আমন্ত্রণে বলা হয়েছে সন্ধে ৭টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মূর্তি উদ্বোধন করবেন। তার আগে সন্ধে ৬টার মধ্যে মুখ্যমন্ত্রী কে উপস্থিত হতে হবে। আর চিঠির এই বয়ান নিয়েই তীব্র অসন্তোষ জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
ক্ষোভপ্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, “যেন আমি তাঁদের চাকর বাকর বা বন্ডেড লেবার। একজন আন্ডার সেক্রেটারি পদমর্যাদার অফিসার কী ভাবে একজন মুখ্যমন্ত্রীকে চিঠি লিখতে পারেন? সংস্কৃতিমন্ত্রী কেন এত বড়ো হয়ে গেলেন”?
মুখ্যমন্ত্রী আরও বলেন, “তাঁরা নিজেদের তা জ্ঞান হারিয়ে ফেলেছেন। তাই আজ বিকেলে আমি এখানে নেতাজি মূর্তিকে শ্রদ্ধা জানাতে পুষ্পস্তবক অর্পণ করেছি। তাঁরা দিল্লিতে যা করেছি, আমি এখানে বাংলায় তাই করেছি”।
উল্লেখ্য, দিল্লির নেতাজি মূর্তিটি একটি দু’লক্ষ ৮০ হাজার কিলোর গ্রানাইট পাথর খোদাই করে তৈরি করা হয়েছে। সময় লেগেছে ২৬ হাজার ঘণ্টা। ওজন প্রায় ৬৫ হাজার কেজি। উচ্চতা ২৮ ফুট। সন্ধ্যায় আনুষ্ঠানিক ভাবে মূর্তিটি উন্মোচন করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।
আরও পড়ুন: অনুব্রতকে জেলে আটকে রেখে ভোটে সুবিধা করতে পারবে না বিজেপি, বার্তা মমতার