ডেস্ক: ভোট পরবর্তী হিংসা মামলায় ফের প্রশ্নের মুখে রাজ্য। জেলায় জেলায় যাচ্ছে সিবিআই টিম, কিন্তু কোথায় গেল সিট? এই প্রশ্ন তুলে হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন মামলাকারীরা। তাঁদের প্রশ্ন সিবিআই তত্পর হলেও সিট কেন নেই? পুলিশ কর্তাদের নিয়ে কবে গঠিত হবে সিট? তবে আরেকটু সময় রাজ্য সরকারকে দিতে চান আইনজীবীরা। এরপরেই ফের স্পেশাল বেঞ্চের দ্বারস্থ হচ্ছেন তাঁরা। এমনটাই আদালত সূত্রের খবর।
নতুন করে আইনি জটিলতা তৈরির আশঙ্কা। বিশেষ করে এখনও সিট গঠন না হওয়াতে ধোঁয়াশায় আইনজীবীরা। এখনও কেন কাজ শুরু করল না সিট? কেন বিজ্ঞপ্তি জারি করল না রাজ্য সরকার? ১৯ অগাস্টের রায়কে কেন মান্যতা দিচ্ছে না সরকার?
সিটের যে নির্দিষ্ট কাজের জোন, তাও চিহ্নিত করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। বলা হয়েছিল, সিটের তদন্তভার থাকবে সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নজরে। তিনি গোটা বিষয়টি পর্যবেক্ষণ করবেন। চূড়ান্ত রিপোর্ট জমা পড়বে কলকাতা হাইকোর্টে।
আরও পড়ুন: ভাঙন গেরুয়া শিবিরে, তৃণমূলে যোগ দিলেন বাঁকুড়ার বিষ্ণুপুরের বিজেপি বিধায়ক তন্ময় ঘোষ
মামলাকারীদের একাংশের বক্তব্য, সিবিআই যেখানে জেলায় জেলায় গিয়ে তদন্ত শুরু করেছে। সেখানে সিটের তরফ থেকে কোনও বিজ্ঞপ্তিও জারি করা হয়নি। যেহেতু বিজ্ঞপ্তি জারি হয়নি, সেক্ষেত্রে অবসরপ্রাপ্ত বিচারপতি অর্থাত্ যাঁর নজরে থাকবে গোটা বিষয়টি, তিনি চূড়ান্ত হননি। সিটের টালবাহানার জন্যই কলকাতা হাইকোর্টে একটি মামলা করতে চলেছেন মামলাকারীদের একাংশ। ৬ সপ্তাহের মধ্যে কী করে রিপোর্ট দেবে সিট?’, এমনই একাধিক প্রশ্ন তুলে আগামীকাল মঙ্গলবার আবেদনের সম্ভাবনা ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির এজলাসে।