দিঘার জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ এবার বাংলার ঘরে ঘরে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণামতো রাজ্যের বিভিন্ন জেলায় শুরু হয়েছে মহাপ্রসাদ বিতরণ। ২৭ জুন রথযাত্রার আগেই এই কাজ সম্পূর্ণ করার লক্ষ্য। শনিবার সকাল থেকেই রেশন দোকানগুলিতে দেখা গিয়েছে মানুষের দীর্ঘ লাইন। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে প্রসাদ নিতে ভিড় করেছেন।
ইতিমধ্যেই পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, হাওড়া, হুগলির মতো জেলায় জেলায় বিতরণ শুরু হয়েছে। বাকি জেলাতেও দ্রুত শুরু হবে। ‘জগন্নাথ ধাম দিঘা’ লেখা প্যাকেটে পেঁড়া, গজা ও দিঘার জগন্নাথ মন্দিরের ছবি দেওয়া হয়েছে। রেশন কার্ড অনুযায়ী প্রতিটি পরিবারকে এই মহাপ্রসাদ দেওয়া হচ্ছে।
সালানপুর ব্লকেও দুয়ারে রেশনের মাধ্যমে প্রতিটি বাড়িতে পৌঁছে যাচ্ছে এই প্রসাদ। শুক্রবার রূপনারায়ণপুর পিঠাকেয়ারী অঞ্চলের এক রেশন দোকান থেকে বিতরণ শুরু করেন ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবাঞ্জন বিশ্বাস।