ডেস্ক: শ্রাবন্তী দল ছাড়তেই ফের বিজেপিকেই বিঁধলেন তথাগত। বললেন, “গরীবের কথা বাসি হলে সত্যি হয়। বিজেপির কালীঘাটে পুজো দেওয়া উচিত।” তিনি যে এতদিন দলে ছিলেন, সেটাই তো জানতাম না । তথাগত রায়ের আরও কটাক্ষ, গরিবের কথা বাসি হলে মিষ্টি হয়। শ্রাবন্তীর দলত্যাগে টুইটে কৈলাস বিজয়বর্গীয়কেও আক্রমণ করেছেন তিনি।
শ্রাবন্তীর দলত্যাগ সম্পর্কে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, উনি কোনও কারণ জানাননি। শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের দল ত্যাগে বিজেপিতে কোনও প্রভাব পড়বে না। তিনি দলে থাকলে ভালো হত। কারণ, তিনি বিজেপির প্রার্থী ছিলেন। কিন্তু বিজেপি কোনও ব্যক্তিভিত্তিক রাজনীতি করে না। কোনও মুখের ওপর দল নির্ভরশীল নয়। সংগঠনের ভিত্তিতে বিজেপি দল চলে। সংগঠনের কেউ গেলে বিজেপির ক্ষতি। শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের দল ত্যাগে কোনও ক্ষতি হবে না।
আরও পড়ুন: বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন শ্রাবন্তী , টুইটে জানালেন দল ছাড়ার কথা
দলত্যাগ প্রসঙ্গে টুইটে শ্রাবন্তীকে কটাক্ষ করেছেন বিজেপি নেতা অনুপম হাজরা। ফেসবুকে তিনি লেখেন, “শ্রাবন্তীর মতো নেত্রী বিজেপি ছেড়ে যাওয়ায়, সংগঠনের যে ভয়ানক ক্ষতি হয়ে গেল। তা হয়তো ভবিষ্যতে কোনওদিন পূরণ হবে না।”