কলকাতা: বুধবার সন্ধ্যায় শুভেন্দু অধিকারীর আসানসোলের সভায় পদপিষ্ট হয়ে ৩ জনের মৃত্যুর ঘটনায় উত্তাল রাজ্য-রাজনীতি। বৃহস্পতিবার সেই মর্মান্তিক ঘটনা নিয়ে খোঁচা দিতে ছাড়লেন না দিলীপ ঘোষ।
শুভেন্দুর সভায় কম্বল বিলির কর্মসূচি নিয়ে দিলীপের কটাক্ষ, “দান-খয়রাতির বিষয়টি মানবতার অপমান। গরিবদের সাহায্য করার আরও উপায় আছে”।
কয়েক দিন ধরে শুভেন্দু বলে আসছিলেন ১২ ডিসেম্বর, ১৪ ডিসেম্বর…বিশেষ কিছু ঘটতে চলেছে। তবে ১২ ডিসেম্বর সিবিআই হেফাজতে বগটুই কাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখের অস্বাভাবিক মৃত্যু এবং ১৪ ডিসেম্বর আসানসোলে কম্বল বিতরণ অনুষ্ঠানে বিশৃঙ্খলার পরিস্থিতির জেরে ৩ জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে গিয়েছে।
তারিখের রাজনীতি নিয়ে দিলীপের খোঁচা, “তারিখ পে তারিখ। আমি কোনও তারিখের রাজনীতি করি না। কারণ আমার মতে শুধু ভোটটা তারিখ মিলিয়ে হয়”।
আরও পড়ুন: শুভেন্দু অধিকারীর কম্বল বিতরণী অনুষ্ঠানে হুড়োহুড়ি, পদপিষ্ট হয়ে মৃত ৩