বাংলায় অশনির কোনও প্রভাব নেই, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস

পশ্চিমবঙ্গে অশনির কোনও প্রভাব নেই। শুধু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে আজ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গে অশনির বিচ্ছিন্ন মেঘ এবং স্থানীয় পরিমণ্ডলে পর্যাপ্ত জলীয় বাষ্পের ফলে কলকাতা, নদিয়া সহ কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে মাঝারি ও মাঝে মাঝে কয়েক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার। ঘূর্ণিঝড়ের প্রভাবে অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশার উপকূলবর্তী এলাকায় বৃষ্টি হবে। বাংলায় ঘূর্ণিঝড় অশনির প্রভাব পড়ার তেমন কোনও সম্ভাবনা নেই। তবে আজ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 

এদিন সকাল থেকে তাপমাত্রা বৃদ্ধি পেতে শুরু করেছে। বুধবারের তুলনায় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে ২ ডিগ্রির বেশি।
কলকাতার পাশাপাশি দুই ২৪ পরগনা, নদিয়া ও দুই মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।  বীরভূম, মুর্শিদাবাদ সহ বেশকিছু জেলায় বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে। 
উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ১৪ মে শনিবার সকালের মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর মধ্যে হিমালয়ের পাদদেশ সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে। তবে আগামী দুদিন দিনের তাপমাত্রার সেরকম কোনো পরিবর্তন হবে না।

Related posts

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?

১ অক্টোবর থেকে আধার আপডেটের খরচ বাড়ছে ২৫-৫০%! দেখে নিন নতুন হারে কত লাগবে