Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
এশিয়া কাপ সুপার ফোরে ভারত-বাংলাদেশ লড়াই, পরিসংখ্যানে এগিয়ে টিম ইন্ডিয়া - NewsOnly24

এশিয়া কাপ সুপার ফোরে ভারত-বাংলাদেশ লড়াই, পরিসংখ্যানে এগিয়ে টিম ইন্ডিয়া

এশিয়া কাপে সুপার ফোরে আজ মুখোমুখি হচ্ছে ভারত ও বাংলাদেশ। এই ম্যাচের ফলাফল নির্ধারণ করবে কোন দল কার্যত ফাইনালে জায়গা করে নেবে। সূর্যকুমার যাদবের নেতৃত্বে ধারেভারে অনেকটা এগিয়ে ভারত, তবে লড়াই থেকে পিছিয়ে আসতে নারাজ টাইগাররা।

পরিসংখ্যান টিম ইন্ডিয়ার পক্ষে

টি-টোয়েন্টি ফরম্যাটে এখনও পর্যন্ত ১৭ বার বাংলাদেশকে মুখোমুখি করেছে ভারত। এর মধ্যে ১৬ বার জয় এসেছে মেন ইন ব্লুর ঝুলিতে। শেষবার দুই দল মুখোমুখি হয়েছিল গতবছর হায়দরাবাদে, যেখানে সঞ্জু স্যামসনের ঝোড়ো ইনিংসে ১৩৩ রানে জয় পায় ভারত।

এশিয়া কাপে ভারত-বাংলাদেশ দ্বৈরথেরও ফল একই রকম একপেশে। ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে দুই দল মুখোমুখি হয়েছে ১৫ বার। এর মধ্যে ভারত জিতেছে ১৩টি ম্যাচে, আর বাংলাদেশ জয় পেয়েছে মাত্র ২ বার।

বাংলাদেশের আশার আলো

তবে টাইগারদের আত্মবিশ্বাস জোগাচ্ছে ২০২৩ সালের এশিয়া কাপ। ওয়ানডে ফরম্যাটে সেই আসরে রোহিত শর্মার ভারতকে ৬ রানে হারিয়েছিল বাংলাদেশ। ম্যাচসেরার পুরস্কার পেয়েছিলেন শাকিব আল হাসান। যদিও ভারত ইতিমধ্যেই ফাইনালে উঠে গিয়েছিল, তারপরও সেই জয় টাইগারদের মনে অনুপ্রেরণা জোগাচ্ছে।

টাইগারদের মানসিকতা

ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে বাংলাদেশি অলরাউন্ডার মেহেদি হাসান বলেন,
“প্রথম থেকেই আমরা মাথা ঠান্ডা রাখতে চাই। আমরা শুধু ঠান্ডা মাথায় ক্রিকেট ম্যাচ খেলতে চাই। প্রতিপক্ষ ভারত হোক বা অস্ট্রেলিয়া, সেটা আমাদের মাথাব্যথা নয়।”

ফাইনালের দোরগোড়ায়

এই ম্যাচের ফলাফল নির্ধারণ করবে কোন দল ফাইনালের পথে আরও এগিয়ে যাবে। সূর্যকুমার-শুভমান গিল কিংবা অভিষেক শর্মার ব্যাট যদি চলে, তবে টাইগারদের জন্য ম্যাচ কঠিন হয়ে উঠতে পারে। তবে শাকিব-মেহেদির লড়াকু মনোভাব যে ভারতকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে, তা বলাই বাহুল্য।

Related posts

বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের ইঙ্গিত, বাড়ছে তাপমাত্রা—শীতের গতি থমকাল রাজ্যে

বিএলওদের হয়রানি নয়, কঠোর সতর্কতা নির্বাচন কমিশনের—স্কুলে চাপে পড়লে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

এ বার রাজ্যপালের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন সাংসদ কল্যাণ