প্রথম পাতা খবর মমতা মডেলেই পথ চলা! অসমে দুর্গাপুজোয় অনুদান ঘোষণা হিমন্ত সরকারের

মমতা মডেলেই পথ চলা! অসমে দুর্গাপুজোয় অনুদান ঘোষণা হিমন্ত সরকারের

120 views
A+A-
Reset

মমতা বন্দ্যোপাধ্যায়ের মডেল অনুসরণেই এবারের দুর্গাপুজোয় অনুদান ঘোষণা করল অসমের বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বুধবার সোশ্যাল মিডিয়ায় জানান, এ বছরও অসমের ৭ হাজার ৮১৭টি পুজো কমিটিকে দেওয়া হবে ১০ হাজার টাকা করে অনুদান।

জানা গিয়েছে, মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। হিমন্ত জানিয়েছেন, উৎসব রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। তাই দুর্গাপুজোর পাশাপাশি বিহু ও ভাওনা উৎসবেও অসম সরকার নিয়মিত অনুদান দিয়ে থাকে। ইতিমধ্যেই জেলা প্রশাসনের কাছে অনুদানের অর্থ পৌঁছে গিয়েছে বলেও জানান তিনি।

রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে এই সিদ্ধান্তকে কেন্দ্র করে। কারণ, বাংলায় পুজো কমিটিগুলিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের অনুদান দেওয়া নিয়ে বিজেপি এবং বিরোধীরা দীর্ঘদিন ধরে তীব্র সমালোচনা করেছে। এমনকি আদালতের দ্বারস্থ হয়েও অনুদান বন্ধের চেষ্টা হয়েছিল। অথচ, সেই বিজেপিরই শাসিত রাজ্যে এবার মমতা মডেল অনুসরণ করে দুর্গাপুজোয় অনুদান দেওয়া হচ্ছে।

উল্লেখযোগ্যভাবে, অসমে ক্ষমতায় আসার পর থেকেই দুর্গাপুজোয় অনুদান চালু করেছেন হিমন্ত বিশ্বশর্মা। মূলত বাংলাভাষী হিন্দু সম্প্রদায়ের ভোটব্যাঙ্ককে লক্ষ্য করেই এই উদ্যোগ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বছর বছর অনুদানপ্রাপ্ত পুজোর সংখ্যা বেড়েই চলেছে।

অসমের এই সিদ্ধান্ত নিঃসন্দেহে বাংলার বিজেপিকে অস্বস্তিতে ফেলবে বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.