অসমে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গ-সহ বিস্তীর্ণ অঞ্চল। রবিবার বিকেল ঠিক ৪টে ৪১ মিনিটে এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৯। ভূমিকম্পের উৎসস্থল ছিল অসমের গুয়াহাটি এবং তেজপুরের মাঝে ঢেকিয়াজুলি এলাকায়। ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে উৎপত্তি হয়েছিল কম্পনের।
ভূমিকম্পের জেরে কোচবিহার-সহ গোটা উত্তরবঙ্গে কম্পন অনুভূত হয়। এমনকি কলকাতা-সহ দক্ষিণবঙ্গেও মৃদু কম্পন টের পান বহু মানুষ। আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। ভয়ে অনেকে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন।
বাংলাদেশ, নেপাল এবং ভুটানেরও বেশ কিছু এলাকায় ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। তবে কোথাও বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
প্রসঙ্গত, গত ২ সেপ্টেম্বর অসমের সোনিতপুরে ভূমিকম্প হয়েছিল। সেদিন রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৫। তার এক সপ্তাহের মাথায় ফের কেঁপে উঠল অসম, সঙ্গে উত্তরবঙ্গও।