নয়াদিল্লি: আজ, শনিবার সকালে পুলিশ হেফাজত থেকে পালানোর চেষ্টা করার পরে একটি নাবালিকা মেয়েকে ধর্ষণের মামলায় মূল অভিযুক্তের মৃত্যু হয়েছে বলে জানাল অসম পুলিশ।
পুলিশ জানিয়েছে, মৃতের নাম তফুজল ইসলাম। তাকে ভোর ৪টে নাগাদ অপরাধের দৃশ্য পুনঃনির্মাণের জন্য – যেখানে অপরাধ সংঘটিত হয়েছিল – সেখানে নিয়ে যাওয়া হচ্ছিল। এরপর পুলিশ হেফাজত থেকে পালিয়ে আসামের নগাঁও জেলার ধিং-এ পুকুরে ঝাঁপ দেয় সে। প্রায় দুই ঘন্টা পরে রাজ্য বিপর্যয় প্রতিক্রিয়া বাহিনী (এসডিআরএফ)-এর সহায়তায় তার দেহ উদ্ধার করা হয় পুলিশ জানিয়েছে।
একজন সিনিয়র পুলিশ আধিকারিক বলেছেন, “জিজ্ঞাসাবাদের পর, অভিযুক্তকে অপরাধের দৃশ্য পুনঃনির্মাণের জন্য নিয়ে যাওয়া হয়েছিল। যখন তাকে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল, তখন সে হঠাৎ একজন কনস্টেবলের হাত থেকে হাতকড়া টেনে টেনে পালানোর চেষ্টা করেন। তারপরে পাশের একটি পুকুরে ঝাঁপ দেয়”।
উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যায় আসামের নগাঁও জেলায় এক ১৪ বছর বয়সী কিশোরীকে তিন ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের হয়। এরপর তফুজলকে গ্রেপ্তার করা হয়েছিল। মামলার বাকি দুই অভিযুক্ত এখনও পলাতক। পুলিশ জানিয়েছে, পুরো ঘটনার তদন্ত চলছে।