কুলতলিতে মূক ও বধির মহিলাকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী যুবক গ্রেফতার

কুলতলি: দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে মূক ও বধির এক মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। অভিযোগ, মঙ্গলবার দুপুরে বাড়ির কাছের একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে গিয়ে ওই মহিলাকে ধর্ষণ করা হয়। এ বিষয়ে অভিযোগ পেয়ে বুধবারই মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

পরিবারের দাবি, নির্যাতিতা মাঝেমধ্যেই বাড়ি থেকে বেরিয়ে পড়তেন এবং আশপাশে ঘোরাঘুরি করতেন। মঙ্গলবারও তাঁর একা বেরোনোর সুযোগ নেন অভিযুক্ত যুবক। মহিলার খোঁজ না পেয়ে পরিবার খোঁজাখুঁজি শুরু করে এবং স্থানীয় একটি পরিত্যক্ত বাড়িতে তাঁর সন্ধান মেলে। ঘটনাস্থলে অভিযুক্তকে দেখে ফেলেন মহিলার পরিবারের সদস্যরা এবং প্রতিবেশীদের সহায়তায় তাঁকে আটক করে।

এই বিষয়ে কুলতলি থানায় অভিযোগ দায়ের করা হলে, পুলিশ বুধবার অভিযুক্তকে গ্রেফতার করে। বারুইপুরের এসডিপিও অতীশ বিশ্বাস জানান, পুলিশের পক্ষ থেকে ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তকে বৃহস্পতিবার আদালতে পেশ করা হবে।

Related posts

১ অক্টোবর থেকে আধার আপডেটের খরচ বাড়ছে ২৫-৫০%! দেখে নিন নতুন হারে কত লাগবে

চতুর্থীর সন্ধ্যায় অভিষেকের সঙ্গে দীর্ঘ বৈঠক, তৃণমূলে সক্রিয় হওয়ার বার্তা শোভন চট্টোপাধ্যায়ের

মুখ্যমন্ত্রীর দাবি মেনে অবশেষে ক্ষতিপূরণ দিল সিইএসসি ! মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা সাহায্যের ঘোষণা