538
কলকাতা : সরস্বতীর পুজোর পরেই বিধানসভা নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করতে পারে নির্বাচন কমিশন। ১৬ ফেব্রুয়ারি সরস্বতী পুজো, তারপরই ভোটের বিজ্ঞপ্তি জারি করা হতে পারে বলে মনে করা হচ্ছে।
বুধবার আলিপুর দুয়ারের সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তেমনিই ইঙ্গিত দিয়েছিলেন। সূত্রে জানা গিয়েছে এপ্রিল-মে মাসের মধ্যেই রাজ্যে বিধানসভা নিবার্চন হতে পারে।
জানা গিয়েছে, ন-দফায় রাজ্যে বিধানসভা নির্বাচন হতে পারে। কেন্দ্রীয় বাহিনী পাওয়ার উপরই নির্ভর করছে দফার সংখ্যা।
কমিশন সূত্রে জানা গিয়েছে এ বছর অনলাইনে মনোনয়ন জমা করতে পারবেন প্রার্থীরা। কী ভাবে জমা করতে হবে মনোনয়ন তা নিয়ে জেলাশাসকদের প্রশিক্ষণও দেওয়া হবে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন : অর্থমন্ত্রী অমিত মিত্র নন, রাজ্য বাজেট পেশ করবেন খোদ মুখ্যমন্ত্রী