৩ রাজ্যে বিশাল সাফল্য বিজেপির, ইভিএমকে কাঠগড়ায় তুলছে কংগ্রেস

নয়াদিল্লি: মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তীসগঢ়ে জয় বিজেপির। লোকসভা ভোটের আগে যা বিজেপিকে আত্মবিশ্বাস জোগাবে বলে মনে করছে রাজনৈতিক মহল। পুনরায় হিন্দি বলয়ের এই তিন রাজ্যে গেরুয়া শিবিরের জয়জয়কারে উচ্ছ্বসিত নেতা-কর্মী-সমর্থকরা। অন্য দিকে, বিজেপি-র এই জয়ে ইভিএম নিয়ে সন্দেহ করছেন কংগ্রেসের স্থানীয় নেতারা।

ছত্তীসগঢ়ের প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি ধনেন্দর সাহু প্রশ্ন তুলেছেন ইভিএম নিয়ে। অভনপুর থেকে তিনি হেরেছেন। হারের পর ইভিএমকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তিনি। বলেছেন, মানুষের রায়ে হার হয়নি। ইভিএমে গোলমাল হয়েছে।

উত্তরপ্রদেশের কংগ্রেস মুখপাত্র অংশু অবস্থিও বলেছেন, বারবার বলছি, ইভিএমে গোলমাল রয়েছে। গণতন্ত্র বাঁচাতে সব রাজনৈতিক দলেরই এ ব্যাপারে সরব হওয়া উচিত। মানুষের মত এক রকম হল, আর ইভিএমের ফলে তার সম্পূর্ণ বিপরীত? এ কী করে হয়?

ইভিএম নিয়ে টিপ্পনী কেটেছেন রাজ্যসভার সদস্য তথা কংগ্রেসের অন্যতম মুখপাত্র অভিষেক মনু সিংভিও। ২০০৯ সালে ইভিএম ইস্যুতে লালকৃষ্ণ আদবানির সন্দেহ এবং ফের পেপার ব্যালট ফিরিয়ে আনার দাবি সংক্রান্ত একটি খবরের কথা মনে করিয়ে দিয়েছেন তিনি। প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী লালকৃষ্ণ আদবানির মন্তব্যকেই অস্ত্র করে সিংভি বলেন, ‘মনে হল তাই মনে করিয়ে দিলাম।’

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক