ভোটের প্রচার শেষে বোমা-গুলি দিনহাটায়, গুলিবিদ্ধ ৪

বোমাবাজি ও গুলি চলার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল দিনহাটা ২ ব্লকের বামনহাটের ২ গ্রাম পঞ্চায়েতের কালমাটি এলাকা। স্থানীয় আলসিয়া বাজারে পরপর বোমা বিস্ফোরণ এবং গুলি চলার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার পঞ্চায়েত নির্বাচনের শেষ প্রচার ছিল। ঘটনায় প্রকাশ, এর পরেই আলসিয়া বাজার এলাকা থেকে প্রচার শেষ করে বাড়ি ফিরছিল বিজেপি সমর্থকরা। বিজেপির অভিযোগ বাড়ি থেকে বেরিয়ে বাজারে যাওয়ার সময়ে দুষ্কৃতীরা তাদেরকে লক্ষ্য করে গুলি এবং বোমা ছোড়ে। জানা যায়, এতেই চারজন গুলিবিদ্ধ হয়।

ঘটনায় গুরুতর আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মিলন বর্মন (৩৫), চন্দ্র বর্মন (৩২), অর্জুন বর্মন (৩৬) এবং হিরো বর্মন (৪২)।

ঘটনার জেরে এলাকায় ব্যপক উত্তেজনা ছড়িয়েছে। দুই বিজেপি কর্মীকে কোচবিহার হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে আসে বামনহাট থানার পুলিশ এবং কেন্দ্রীয় সুরক্ষা বাহিনী। এই ঘটনায় এক দুষ্কৃতীকে আটক করেন স্থানীয় বাসিন্দারা এবং তুলে দেওয়া হয় পুলিশের হাতে।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন