স্বাধীনতা দিবসের সকালে মর্মান্তিক বাস দুর্ঘটনা, বর্ধমানে ট্রাকের পিছনে বাসের ধাক্কায় মৃত অন্তত ১০

শুক্রবার সকাল সাতটা নাগাদ পূর্ব বর্ধমানের নবাবহাট ফাগুপুর এলাকায় ১৯ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ১০ জনের, আহত হয়েছেন কমপক্ষে ৩৫ জন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্গতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তারকেশ্বর থেকে আসানসোলগামী যাত্রীবোঝাই বাসটি জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা একটি লরিকে পিছন থেকে সজোরে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতায় বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, বাসটিতে অন্তত ৬০ জন যাত্রী ছিলেন, সকলেই বিহারের বাসিন্দা এবং পূজা সেরে ফিরছিলেন।

দুর্ঘটনার কারণ নিয়ে প্রাথমিক অনুমান, বাসচালক নিয়ন্ত্রণ হারান। স্থানীয়দের অভিযোগ, সার্ভিস লেন থাকা সত্ত্বেও লরি বিপজ্জনকভাবে মূল সড়কে দাঁড়িয়ে থাকায় দুর্ঘটনা ঘটে। এছাড়া পুলিশ ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে দেরিতে পৌঁছেছে বলেও অভিযোগ ওঠে, যা ঘিরে উত্তেজনা ছড়ায় ও বিক্ষোভ হয়। ঘটনায় তীব্র যানজট তৈরি হওয়ায় বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে।

Related posts

মুখ্যমন্ত্রীর দাবি মেনে অবশেষে ক্ষতিপূরণ দিল সিইএসসি ! মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা সাহায্যের ঘোষণা

দেশের ৬ মেট্রো শহরের মধ্যে কলকাতায় সবচেয়ে কম পথদুর্ঘটনা, তথ্য কলকাতা পুলিশের রিপোর্টে

চেতলা অগ্রণীর পুজোয় অগ্নিকাণ্ড, বন্ধ দর্শনার্থীদের প্রবেশ