বীরভূমের লাভপুরের হাতিয়া গ্রামে বোমা বিস্ফোরণে মৃত অন্তত তিন জন। আহত বেশ কয়েক জন। শনিবার সকাল থেকে এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। ঘটনার খবর পেয়ে পুলিশ পৌঁছেছে গ্রামে।
স্থানীয় সূত্রে খবর, দীর্ঘ দিন ফেরার দুই ব্যক্তি শেখ মইনুদ্দিন ও শেখ মুস্তাফির গ্রামে ঢোকার চেষ্টা থেকেই এই সংঘর্ষের সূত্রপাত। তাঁদের বাধা দিতে গেলে দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়, যার জেরে বোমাবাজি হয়। অভিযোগ, ছাতিম পুকুরপাড়ে বোমা বাঁধার সময় আচমকা বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন জনের। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের দাবি, দুই পক্ষই শাসকদলের অনুগামী হলেও তৃণমূল নেতৃত্ব এই ঘটনার সঙ্গে দলের কোনও যোগ থাকার কথা অস্বীকার করেছেন। ফলে ফের উত্তপ্ত অনুব্রত মণ্ডল-কাজল শেখের এলাকা। তবে তৃণমূলের কোনও শীর্ষ নেতা সরকারি ভাবে মন্তব্য করেননি।