পঞ্চায়েত ভোটের আগে ফের উত্তপ্ত মুর্শিদাবাদ, গুলিবিদ্ধ ৪

ডোমকল: সিপিএম ও তৃণমূলের মধ্যে সংঘর্ষ! সোমবার ব্যাপক উত্তেজনা। পঞ্চায়েত ভোটের আগে অশান্ত মুর্শিদাবাদের ডোমকলের জোতকানা তুলসীপুর এলাকা।

তৃণমূলের অভিযোগ, সিপিএমের মিছিল থেকে তাদের উদ্দেশে গালিগালাজ করা হয়। প্রতিবাদ করায় বচসা শুরু হয়। স্থানীয় সূত্রে খবর, এর পর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সিপিএমের মিছিল থেকে ছররা গুলি চলে।

তৃণমূল সিপিএমের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ করলেও সেই অভিযোগ নস্যাৎ করেছে বামেরা। পাল্টা শাসকদলের বিরুদ্ধে অভিযোগ দেগে তাদের দাবি, তৃণমূলের গোষ্ঠীকোন্দলে গুলি চলেছে। এতে সিপিএম কোনও ভাবে যুক্ত নয়। সংঘর্ষে চারজন আহত হয়েছেন বলে অভিযোগ। আহতদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। দ্রুত খালি করে দেওয়া হয় এলাকা। তবে কীভাবে গুলি চলল? কারা গুলি চালাল? তা স্পষ্ট নয় এখনও। স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক