গত ২৪ ঘন্টায়, ভারতে নতুন করে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ৭৪৩। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, মোট সক্রিয় রোগীর সংখ্যা পোঁছেছে ৩ হাজার ৯৯৭-এ। এই সময়ের মধ্যে সাত জনের মৃত্যু হয়েছে। কেরলে তিন, কর্নাটকে দুই এবং ছত্তীসগঢ় এবং তামিলনাড়ুতে একজন করে কোভিডরোগীর মৃত্যু হয়েছে।
এরই মধ্যে উদ্বেগের বিষয় হল এবার বাজারে এসেছে করোনার একটি নতুন প্রজাতি জেএন ডট ওয়ান। গত ২৮ ডিসেম্বর পর্যন্ত নতুন এই প্রজাতির করোনায় আক্রান্ত হয়েছেন ১৪৫ জন। এই নতুন প্রজাতিটি প্রথম ধরা পড়ে কেরলে। তবে ভালো খবর হলে এই নতুন প্রজাতির আক্রমণ থেকে মুক্তির হার ৯৮.৮১ শতাংশ।
বছরের শেষ দিনে দেশের বিভিন্ন দর্শনীয় জায়গায় ভিড় করে মানুষ। বর্ষবরণ এবং নতুন বছরের শুরুতে দেশজুড়ে ফেস্টিভ মুড। ক্লাব, পাব থেকে শুরু করে বিভিন্ন বিনোদন স্থানগুলিতে উপচে পড়ে ভিড়। পর্যটক গিজগিজ করছে ট্যুরিস্ট স্পটগুলিতেও। ফলে আগামী দু’দিন ভিড় স্থানগুলিতে সতর্কতা অবলম্বন করতে বলছেন বিশেষজ্ঞরা।
চিকিৎসকেরা মাস্ক ও স্যানিটাইজার ব্যবহারে জোর দিচ্ছেন। বিশেষত, বর্ষবরণের আনন্দে গা ভাসানো জনতাকে মাস্ক ব্যবহারে পরামর্শ দেওয়া হয়েছে। সংক্রমণ ঠেকাতে কড়া নজরদারিও চালাতে বলা হয়েছে প্রত্যেক রাজ্যের সরকারকে।