দেবীপক্ষের শুরুতেই বাংলায় বষণের ভ্রূকুটি, বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রাজ্যে

ডেস্ক: বাংলায় এখনও বর্ষার ভ্রূকুটি রয়েছে। যদিও দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমেছে অনেকটাই। কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে এখনও। বঙ্গোপসাগরের উপর তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। তার প্রভাবেই পশ্চিমবঙ্গে প্রচুর পরিমাণে জলীয় বাতাস প্রবেশ করছে। এর জেরে উপকূলবর্তী জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ। কলকাতাতেও দু-এক পশলা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস।


উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা এবং পূর্ব মেদিনীপুরে। হালকা-মাঝারি বৃষ্টি হবে নদিয়া ও মুর্শিদাবাদে। কলকাতায় দুপুরের পরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দুপুরের পর বা সন্ধ্যের দিকে। তবে কলকাতা সকালের দিকে বৃষ্টির সম্ভাবনা নেই। তাপমাত্রা সামান্য বাড়বে, বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তিও।

আরও পড়ুন: ‘কৃষকদের উপর পরিকল্পিত হামলা’, কেন্দ্রকে তোপ রাহুলের


অন্যদিকে উত্তরবঙ্গে বেড়েছে বৃষ্টি। উত্তরবঙ্গের বেশ কিছু জেলায়  বজ্রবিদ্যুৎ-সহ হালকা বা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আবার কয়েকটি জেলায় জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলেই খবর।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন