হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ আতশবাজি উন্নয়ন সমিতি

ডেস্ক: কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে, এ বার কালীপুজো, দীপাবলি অথবা ছটপুজোয় সব ধরনের বাজি বিক্রি এবং পোড়ানো নিষিদ্ধ থাকবে। শনিবার সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেল আতশবাজি উন্নয়ন সমিতি।

শুক্রবার একটি মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য বলেন, ‘‘করোনার তৃতীয় ঢেউয়ে আশঙ্কা এখনও কাটেনি। এমন পরিস্থিতিতে বাজি পোড়ানো, বিক্রি করার অনুমতি দেব কী ভাবে? বৃহত্তর মানুষের স্বার্থের কথা ভেবে এই সিদ্ধান্ত। ক্রেতা, বিক্রেতা, প্রস্তুতকারী সংস্থা- সবার কথা ভাবতে হবে’’।

অন্য দিকে, ওই দিনই সুপ্রিম কোর্ট বলেছে, আতশবাজি ব্যবহারে সম্পূর্ণ নিষেধাজ্ঞা নেই, শুধুমাত্র বেরিয়াম সমৃদ্ধ আতশবাজি নিষিদ্ধ। উৎসব উদ্‌যাপনের নামে এ ধরনের উপাদানযুক্ত বাজি কোনো ভাবেই ব্যবহার করা যাবে না। কারও স্বাস্থ্যের বিনিময়ে কোনো উত্‍সব উদ্‌যাপন করা যায় না।

আরও পড়ুন: দিনহাটা ও খড়দহে বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ, বুথে ঢুকতে বাধা শোভনদেবকে

অর্থাৎ, সুপ্রিম কোর্টের নির্দেশের রেশ ধরেই হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানাল আতশবাজি উন্নয়ন সমিতি। পরিবেশবান্ধব বাজির অনুমোদন চাইছে তারা। সমিতির আশা, এই শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে জড়িত কয়েক লক্ষ মানুষের কথা বিবেচনায় রেখে দেশের শীর্ষ আদালত অবশ্যই তাদের যুক্তিগুলি দেখবে। আগামী সোমবারই সুপ্রিম কোর্ট এ বিষয়ে রায়দান করতে পারে বলে মনে করছে সমিতি।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক