পুঞ্চে সেনাবাহিনীর ট্রাক লক্ষ্য করে জঙ্গি হামলা

নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীরের পুঞ্চে ফের জঙ্গি হামলা। বৃহস্পতিবার বিকেলে পুঞ্চের সুরানকোটে একটি সামরিক গাড়িতে হামলা চালায় জঙ্গিরা। ডেরা কি গলি, পীর তোপা এলাকার কাছে এই হামলার ঘটনা ঘটে। জানা গিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ এবং রাষ্ট্রীয় রাইফেলসের বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে এবং বর্তমানে গুলির লড়াই চলছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিকাল ৪টে নাগাদ সেনাবাহিনীর ৪৮ জন রাষ্ট্রীয় রাইফেলসের জওয়ানের গাড়িতে হামলা হয়। সাভানি এলাকায় এই হামলার ঘটনা ঘটে। এই এলাকায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে বিকেল ৩টে নাগাদ পুলিশ-সহ সেনাবাহিনী তল্লাশি অভিযান শুরু করে।

সরকারী তথ্য অনুসারে, বৃহস্পতিবার, জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় একটি সেনা গাড়িতে অতর্কিত হামলা চালায় জঙ্গিরা। এই সেনা ট্রাকটি বুফলিয়াজ থেকে সৈন্যদের নিয়ে যাচ্ছিল, যেখানে বুধবার থেকে জঙ্গিদের বিরুদ্ধে একটি চিরুণি তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এ দিনের ঘটনায় তিন সেনা আহত হন বলে জানা গিয়েছে।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন