ত্রিপুরায় তৃণমূল ছাত্র নেতৃত্বের উপর হামলা, আক্রান্ত দেবাংশু, ইটে মাথা ফাটল ছাত্রনেতা সুদীপ রাহার

ডেস্ক : ত্রিপুরায় তৃণমূলের উপর হামলা অব্যাহত। এ বার আক্রান্ত হলেন দলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্য। শনিবার ফেসবুক লাইভে তিনি জানান, তাঁর গাড়ি লক্ষ্য করে বড় বড় পাথর ছোঁড়া হয়েছে।

আক্রান্ত হয়েছেন ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত তৃণমূল ছাত্রনেতা সুদীপ রাহাও। তাঁর গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয় বলে অভিযোগ। ইটের আঘাতে তাঁর গাড়ির কাঁচ ভেঙে গিয়েছে। সুদীপের মাথাও আঘাত লেগেছে। আক্তান্ত হয়েছেন দুই ছাত্র নেতা জয়া দত্তও। জানা গিয়েছে, তাঁর কানে চোট লেগেছে। কান ফেটে রক্ত পড়ছে।

হামলার পরেই ফেসবুক লাইভে এসে কান্নায় ভেঙে পড়েন সুদীপ। এই হামালার ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন রাজ্য সভাপতি আশিসলাল সিং।

শনিবার ত্রিপুরার আম্বাসা-সহ কয়েকটি জায়গায় তৃণমূলের প্রতিবাদ কর্মসূচি ছিল। সেখানে যোগ দিতে যাচ্ছিলেন জয়া, দেবাংশু, সুদীপরা। ওই এলাকায় কারফিউ জারি থাকায় পুলিশ তাঁদের পথ আটকায়। তৃণমূলের ছাত্রনেতারা পুলিশি বাধা পেরিয়ে জোর করে এগোতে যান। এরপরই পুলিশ তাঁদের উপর ‘হামলা’ শুরু করে বলে অভিযোগ।

পুলিশ-তৃণমূল বচসার সময় ইট ছুড়ল কারা? ঘটনার পর এই প্রশ্ন উঠছে। তবে তৃণমূল ছাত্র নেতৃত্বের তির শাসক দল বিজেপির দিকে। পুলিশের আড়ালে থেকে বিজেপিই হামলা চালিয়েছে বলে অভিযোগ।

রবিবার সকালে ব্রত্য বসু ও কুণাল ঘোষ ত্রিপুরা যাচ্ছেন।

আরও পড়ুন : Indian Oil ট্যাঙ্কার মালিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট, না মিটলে জ্বালানি শূন্য হবে ৬ জেলার পেট্রোল পাম্প

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক