কসবায় তৃণমূল কাউন্সিলরকে গুলি চালিয়ে খুনের চেষ্টা, ধৃত অভিযুক্ত

কলকাতা: ফের উত্তেজনা কসবা এলাকায়। তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে নিজের বাড়ির সামনে গুলি করে খুনের চেষ্টা করা হয়। জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বাড়ির সামনে পরপর দু’বার গুলি চালানোর চেষ্টা করেন এক যুবক। তবে বন্দুক থেকে গুলি না বের হওয়ায় অভিযুক্ত পালানোর চেষ্টা করলে স্থানীয়রা একজনকে ধরে পুলিশের হাতে তুলে দেন। অন্য অভিযুক্ত পলাতক।

স্থানীয় সূত্রে খবর, সুশান্ত ঘোষ বাড়ির সামনে বসে থাকার সময় একটি বাইকে করে দু’জন এসে দাঁড়ায়। পিছনের আসনে বসা ব্যক্তি বন্দুক বার করে গুলি চালানোর চেষ্টা করলেও, সেটি লক হয়ে যায়। এরপর আরও একটি বন্দুক ব্যবহার করেও ব্যর্থ হয়। গুলি চালাতে না পেরে অভিযুক্ত পালানোর চেষ্টা করে। সেই সময় স্থানীয় বাসিন্দারা একজনকে ধরে ফেলে। সিসি ক্যামেরার ফুটেজে ধরা পড়েছে পুরো ঘটনা। তবে অভিযুক্তদের হেলমেট থাকার কারণে তাদের মুখ শনাক্ত করা সম্ভব হয়নি।

এই ঘটনার পরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। সুশান্ত ঘোষ বলেন, “কলকাতা পুলিশ এই ঘটনার মূল ষড়যন্ত্রকারীকে ধরতে সক্ষম হবে। আমার বিশ্বাস, এলাকার কেউ এতে জড়িত নয়। বাইরে থেকে কেউ এসে পরিকল্পনা করে এই হামলা চালিয়েছে।”

পুলিশ জানিয়েছে, ধৃত অভিযুক্ত ভিন্‌রাজ্যের বাসিন্দা। তাকে জেরা করে আরও তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। পলাতক অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

এই ঘটনার প্রতিবাদে তৃণমূল কাউন্সিলরের সমর্থকরা রাস্তা অবরোধ করেন। পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সুশান্ত ঘোষের দাবি, পুরো ঘটনার নেপথ্যে থাকা মাস্টারমাইন্ডকে খুঁজে বের করতে হবে।

ঘটনার তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ। ধৃতের সঙ্গে কারা জড়িত, কী উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে, তা জানার চেষ্টা চলছে।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন