ওয়েবডেস্ক : গলওয়ানের রেশে কাটতে না কাটতেই ফের সিকিম সীমান্তে সংঘর্ষে জড়িয়ে পড়ল ভারত-চিন দুই দেশের সেনাবাহিনী। এই সংঘর্ষে দুপক্ষেরই বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গিয়েছে।
সেনা সূত্রে খবর গলওয়ানের কায়দাতেই গত সপ্তাহে উত্তর সিকিম সীমান্তের নাকু লা দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা চালিয়েছিল চিনা বাহিনী।
কিন্ত ভারতীয় বাহিনী তাদের বাধা দেয়। দুপক্ষের মধ্যে মারপিটও বেধে যায়। ভারতীয় বাহিনীর তীব্র বাধায় তারা পিছু হঠতে বাধ্য হয়।
সেনা সূত্রে খবর, এ ঘটনায় ৪জন ভারতীয় সেনা আহতে হয়েছেন। পাল্টা মারে ২০জন চিনা সৈন্যও আহত হয়েছে বলে খবর।
গলওয়ানের পর ভারত-চিন সম্পর্ক কার্যত তলানিতে ঠেকে ছিল। এই সংঘর্ষের পরিস্থিতি আর খারাপের দিকে যাবে বলে মনে করা হচ্ছে।