গত সপ্তাহেই করোনা বৃদ্ধি পাওয়ার কারণে গোয়া গমন স্থগিত রেখেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলীয় সূত্রে খবর, অভিষেকের উপস্থিতিতেই প্রকাশিত হবে গোয়া বিধানসভা নির্বাচনের জন্য তৃণমূলের প্রার্থিতালিকা।
গিয়ে বিধানসভা নির্বাচনে এবারই প্রথম অংশগ্রহণ করতে চলেছে জোড়াফুলের দল। তাই এখন সবার নজর গোয়ায় এবারের নির্বাচনে কারা কারা জোড়াফুলের প্রার্থী হতে চলেছেন সেই দিকে।
গোয়ায় এবারের নির্বাচনে করা করা টিকিট পাবেন তৃণমূলের তরফে সে বিষয়ে ইতিমধ্যেই প্রশান্ত কিশোরের সঙ্গে কয়েক দফা বৈঠক হয়েছে গোয়া নির্বাচনে তৃণমূলের দায়িত্বপ্রাপ্ত নেত্রী তথা সাংসদ মহুয়া মৈত্রর সঙ্গে। তবে এক্ষেত্রে শেষ কথা বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর তাই এখন অপেক্ষা দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদকের গোয়া আগমনের জন্য।
দলীয় সূত্রে জানা গিয়েছে, তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেকের অনুমোদন সাপেক্ষে ইতিমধ্যেই একটা প্রাথমিক তালিকা প্রস্তুত করা হয়েছে। এখন অপেক্ষা শেষ পর্যন্ত দলের প্রার্থী তালিকায় কারা উপস্থিত থাকছে। কারণ এই তালিকা প্রকাশ হলেই এটাও পরিষ্কার হয়ে যাবে এবার গোয়া নির্বাচনে তৃণমূলের সঙ্গে শেষ পর্যন্ত কারা কারা জোট বাঁধলো। কারণ, বিজেপি বাদে কংগ্রেস সহ প্রায় সব দলের সঙ্গেই জোট নিয়ে প্রাথমিক আলোচনা চালিয়েছে তৃণমূল। এখন দেখার বিষয় এই জোট গড়ার ক্ষেত্রে কতটা সফল হতে পারলেন অভিষেক। কারণ শেষ পর্যন্ত এই জোট হওয়া বা না হওয়ার উপরে অনেকটাই নির্ভর করছে গোয়া নির্বাচনে তৃণমূলের সাফল্য বা ব্যর্থতা।