উপনির্বাচন: বাবুল-শত্রুঘ্নর জন্য রোড-শো করবেন অভিষেক

আগামী ১২ এপ্রিল রাজ্যে বালিগঞ্জ বিধানসভা ও আসানসোল লোকসভা কেন্দ্রে উপনির্বাচন। ইতিমধ্যেই শাসক ও বিরোধীদলের প্রার্থীরা জোরদার প্রচার করছেন। এবার বালিগঞ্জে তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয় আর আসানসোলে তৃণমূল প্রার্থী প্রাক্তন বলিউড সুপারস্টার শত্রুঘ্ন সিনহা। সূত্রের খবর, সর্বভারতীয় তৃণমূল সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই দুই প্রার্থীর হয়ে শেষবেলার প্রচারে অংশ নিতে চলেছেন।

তৃণমূল সূত্রে জানা যাচ্ছে আগামী ৭ এপ্রিল বালিগঞ্জে এবং ৯ এপ্রিল আসানসোলে রোড-শো করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বালিগঞ্জের পার্ক সার্কাস থেকে গড়িয়াহাট পর্যন্ত এই রোড শো করতে পারেন অভিষেক বন্দোপাধ্যায়। অপরদিকে আগামী ৯ এপ্রিল আসানসোলে শত্রুঘ্ন সিনহাকে পাশে নিয়ে প্রায় সাড়ে তিন কিমি রাস্তায় বর্ণাঢ্য রোড-শো করবেন ডায়মন্ড হারবারের সংসদ।

সূত্রের খবর, আসানসোল লোকসভা নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত দুই নেতা মলয় ঘটক ও অনুব্রত মণ্ডল এই বিষয়ে দলীয় কর্মীদের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন। এখনও পর্যন্ত তৃণমূলের দুই তারকা প্রার্থী নিজেদের মতো করে প্রচার করছেন। দলের দায়িত্বপ্রাপ্ত নেতারাও এই দুই কেন্দ্রে মাটি কামড়ে পরে রয়েছেন। এবার প্রচারে জোর বাড়াতে দুই কেন্দ্রে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বারবার ইডি তলব করছে দিল্লিতে। এই নিয়ে একদিকে যেমন তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন, অন্যদিকে ইডির দফতরে হাজিরা দিয়ে তদন্তে সহযোগিতার বার্তাও দিচ্ছেন অভিষেক। অপরদিকে, তাঁকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার মাধ্যমে হেনস্থা করার অভিযোগ তুলে বিজেপির বিরুদ্ধে সুরও চড়িয়েছেন। অভিষেক-সহ তৃণমূল নেতাদের দাবি, বিজেপি প্রতিহিংসার রাজনীতি করছে। এই পরিস্থিতিতে রাজ্যের দুই উপনির্বাচনের প্রচারে শেষলগ্নে গিয়ে বিজেপির বিরুদ্ধে সুর আরও চড়াবেন এ কথা বলাই বাহুল্য।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক