প্রথম পাতা খবর কালীঘাট স্কাইওয়াক উদ্বোধনের অপেক্ষায়, হকারদের জন্য তৈরি বাতানুকূল নতুন হকার্স কর্নার

কালীঘাট স্কাইওয়াক উদ্বোধনের অপেক্ষায়, হকারদের জন্য তৈরি বাতানুকূল নতুন হকার্স কর্নার

265 views
A+A-
Reset

কলকাতা: কালীঘাট স্কাইওয়াকের নির্মাণ কাজ প্রায় সম্পূর্ণ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় দিলেই হবে এই স্কাইওয়াকের আনুষ্ঠানিক উদ্বোধন। স্কাইওয়াক তৈরির জন্য যতীন দাস পার্কে স্থানান্তরিত কালীঘাটের হকারদের এবার ফেরানো হবে নতুন ঝাঁ-চকচকে হকার্স কর্নারে।

শ্যামাপ্রসাদ মুখার্জি রোডের ধারে স্কাইওয়াকের পাশে হকারদের জন্য নির্মিত এই হকার্স কর্নার সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত। কলকাতা পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন এই ভবনে রয়েছে ১৭৬টি দোকান।

সম্প্রতি কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, রাসবিহারীর বিধায়ক দেবাশিস কুমার, পুর কমিশনার, এবং অন্যান্য পুরকর্তাদের উপস্থিতিতে একটি বৈঠক হয়। সেই বৈঠকে উপস্থিত ছিলেন হকার সংগঠনের প্রতিনিধিরাও। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এক মাসের মধ্যে হকাররা তাদের মালপত্র নিয়ে নতুন হকার্স কর্নারে চলে আসবেন।

হকার সংগঠনের পক্ষ থেকে দু’মাস সময় চাওয়া হলেও, পুরসভার পক্ষ থেকে এক মাসের মধ্যেই স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। জানুয়ারির প্রথম সপ্তাহে এই প্রক্রিয়া সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

নতুন হকার্স কর্নারটি বেশিরভাগ দোকানদারের পছন্দ হলেও, বাড়তি দরজা তৈরির দাবি জানানো হয়েছে। কলকাতা পুরসভা প্রস্তাব দিয়েছে, দু’টি দোকান ভেঙে প্রশস্ত দরজা তৈরি করা যেতে পারে। তবে কোন হকার কোথায় দোকান পাবেন, তা নির্ধারণের দায়িত্ব হকার সংগঠনের ওপর ছেড়ে দেওয়া হয়েছে।

অন্য দিকে, যতীন দাস পার্ক থেকে হকারদের স্থানান্তরিত করার পরপরই পার্কটি সংস্কারের কাজ শুরু করবে কলকাতা পুরসভা। পুরসভার তরফে জানানো হয়েছে, যতীন দাস পার্কে তৈরি অস্থায়ী দোকানগুলি ভেঙে পার্কটিকে তার আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হবে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.