নয়াদিল্লি: ‘এক দেশ, এক ভোট’ দাবিকে হাস্যকর বলে মন্তব্য করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সংসদে ঢোকার সময় সাংবাদিকদের সামনে অভিষেক কটাক্ষ করে বলেন, “যারা বাংলায় আট দফায় ভোট করায়, তারা না কি গোটা দেশে এক দফায় ভোট করাবে! পুরো ব্যাপারটাই হাস্যকর।”
অভিষেকের অভিযোগ, বিজেপি সংবিধান বদলে ভোটপ্রক্রিয়ায় পরিবর্তন আনার চেষ্টা করছে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরেই তিনি বিজেপির বিরুদ্ধে সরব হন। তাঁর মতে, এক দেশ, এক ভোট চালু হলে সরকারের বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হবে।
অভিষেক অভিযোগ করেন, “১৪০ কোটি মানুষের ক্ষমতা ও অধিকার কেড়ে নিতে চাইছে বিজেপি সরকার। তারা ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করছে। তবে যতদিন তৃণমূল সাংসদরা রয়েছেন, ততদিন এই অধিকার কেড়ে নিতে দেওয়া হবে না।”
সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রিসভায় ‘এক দেশ, এক নির্বাচন’ প্রস্তাব অনুমোদিত হয়েছে বলে খবর। এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র বিরোধিতা করেছে তৃণমূল। একই সুর শোনা গেছে সিপিএম ও কংগ্রেসের গলাতেও।