নাসার বহু প্রতীক্ষিত অ্যাক্সিয়ম মিশন ৪ (Ax-4) আবারও স্থগিত। এই মিশনে ভারতের মহাকাশচারী শুভাংশু শুক্লার মহাকাশ যাত্রার কথা ছিল। পূর্বনির্ধারিত ২২ জুন রবিবার উৎক্ষেপণ হচ্ছে না, নতুন দিন পরে ঘোষণা করা হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসেস)।
এটি উৎক্ষেপণের সপ্তম স্থগিতাদেশ। আইএসএস-এর সাম্প্রতিক মেরামতির কাজের পর মহাকাশ স্টেশনের অবস্থা খতিয়ে দেখছে নাসা ও তার সহযোগী সংস্থাগুলি।
আইএসএস-এর বিবৃতিতে বলা হয়েছে, “নাসা, অ্যাক্সিয়ম স্পেস এবং স্পেসএক্স অ্যাক্সিয়ম মিশন ৪-এর জন্য উৎক্ষেপণের সুযোগগুলি পর্যালোচনা করছে। ২২ জুন রবিবার উৎক্ষেপণ স্থগিত রাখা হয়েছে। কয়েক দিনের মধ্যেই নতুন তারিখ জানানো হবে।”
গত ১৪ মে থেকে কোয়ারেন্টিনে থাকা মহাকাশচারী দলের সদস্যরা এখনও ফ্লোরিডায় রয়েছেন। সমস্ত চিকিৎসা ও নিরাপত্তা প্রোটোকল বজায় রেখে উৎক্ষেপণের জন্য প্রস্তুত আছেন বলে জানানো হয়েছে।
এই উৎক্ষেপণের উইন্ডো ৩০ জুন পর্যন্ত খোলা। তবে কোনও কারণে তা সম্ভব না হলে আগামী জুলাই মাসের মাঝামাঝি আবার একটি উৎক্ষেপণের সুযোগ পাওয়া যাবে।