বৃষ্টিতে রাম মন্দিরের ছাদ ফুটো হয়ে জল পড়ছে, নির্মাণে গাফিলতির অভিযোগ প্রধান পুরোহিতের

জনসাধারণের জন্য খুলে দেওয়ার পর প্রথম প্রবল বর্ষণের ফলে অযোধ্যার রাম মন্দিরের গর্ভগৃহের ছাদ থেকে জল পড়ছে। এমনটাই জানিয়েছেন রাম জন্মভূমি মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস।

মন্দির নির্মাণে গাফিলতির অভিযোগ করে প্রধান পুরোহিত দাবি করেন, শনিবার মধ্যরাতে বৃষ্টির পর মন্দির চত্বর থেকে বৃষ্টির জল নিষ্কাশনেরও কোনো ব্যবস্থা ছিল না। তিনি মন্দির কর্তৃপক্ষকে সমস্যাটি বিবেচনা করে প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

ছাদ থেকে জল পড়ার ঘটনা ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানোর পর মন্দির নির্মাণ কমিটির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র মন্দিরে পৌঁছে দ্রুত ছাদ মেরামত করার নির্দেশ দেন।

প্রধান পুরোহিত বলেন, রাম লালার মূর্তির সামনে যেখানে পুরোহিত বসেন এবং যেখানে ভিআইপি দর্শনের জন্য লোকেরা আসে, সেখান থেকে সরাসরি ছাদ থেকে বৃষ্টির জল পড়ছিল। আচার্য সত্যেন্দ্র দাস সাংবাদিকদের বলেন, শনিবার মধ্যরাতে প্রথম ভারী বর্ষণে মন্দিরের গর্ভগৃহের ছাদ ফুটো হয়ে সেখান থেকে জল পড়ছিল।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক