আজারবাইজান এয়ারলাইন্সের ইআরজে-১৯০ বিমানটি রাশিয়ার চেচনিয়া প্রদেশের গ্রজনির উদ্দেশে যাত্রা করেছিল। স্থানীয় সময় ভোর ৩টে ৫৫ মিনিটে বাকু থেকে উড়ান শুরু করে বিমানটি। এতে ৭০ জনের বেশি যাত্রী ছিলেন।
কিন্তু কাজাখস্তানের আকতু এলাকায় কাস্পিয়ান সাগরের পূর্ব উপকূলে বিমানটি ভেঙে পড়ে। ঘন কুয়াশার কারণে বিমানটির রুট পরিবর্তন করে কাজাখস্তানের একটি বিমানবন্দরে জরুরি অবতরণের নির্দেশ দেওয়া হয়েছিল। তবে অবতরণের আগেই সেটি নিয়ন্ত্রণ হারায়।
রাশিয়ার একটি সংবাদমাধ্যম জানিয়েছে, সম্ভবত এক ঝাঁক পাখির সঙ্গে ধাক্কা খেয়ে বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। তবে দুর্ঘটনার সঠিক কারণ এখনও নিশ্চিত করা যায়নি।
উদ্ধারকারী দল জানিয়েছে, বিমানটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং যাত্রীদের মধ্যে অনেকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকাজ চলছে এবং পরিস্থিতি নজরে রাখা হচ্ছে।