মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী এবং বর্ষীয়ান এনসিপি (অজিত) নেতা বাবা সিদ্দিকি আততায়ীদের গুলিতে নিহত হয়েছেন শনিবার রাতে। মুম্বইয়ের ব্যস্ত এলাকায় সংঘটিত এই হত্যাকাণ্ডে ইতিমধ্যেই দু’জন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। রবিবার সকালে তাদের আদালতে পেশ করা হলে বিচারক তাদের আগামী ২১ অক্টোবর পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন।
প্রাথমিক তদন্তে পুলিশের সন্দেহ, এই ঘটনায় মুম্বইয়ের কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের সঙ্গে যোগসূত্র থাকতে পারে। বিষ্ণোইয়ের নামে আগেও বেশ কয়েকটি গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে, এবং তদন্তকারীরা মনে করছেন, তার গ্যাংয়ের সদস্যরাই এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত হতে পারে। যদিও হত্যার প্রকৃত কারণ এখনও পরিষ্কার নয় এবং তদন্তকারীরা এখনও ঘটনাটির নেপথ্যে থাকা মূল রহস্য উদ্ঘাটনের চেষ্টা চালাচ্ছেন।
বাবা সিদ্দিকি মহারাষ্ট্রের রাজনীতিতে এক প্রভাবশালী নেতা ছিলেন এবং এনসিপির (অজিত পওয়ার শিবির) একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে পরিচিত ছিলেন। তার আকস্মিক মৃত্যু রাজনৈতিক মহলে শোকের ছায়া ফেলেছে। ঘটনাটির পেছনে রাজনৈতিক প্ররোচনা রয়েছে কিনা, তাও খতিয়ে দেখছে পুলিশ।
এই হত্যাকাণ্ড ঘিরে পুরো মুম্বই জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পুলিশ দ্রুত ঘটনার তদন্ত শুরু করেছে এবং অন্যান্য সন্দেহভাজনদের খোঁজ চালাচ্ছে।