শত্রুঘ্নের কাছে হারেও খুশি বাবুল, বললেন বিজেপির মুখে সপাটে থাপ্পর মেরেছে আসানসোল

আসানসোল: ২০১৯ সালের লোকসভা ভোটে আসানসোলে বিজেপি-র টিকিটে দাঁড়িয়ে জেতা বাবুলকে টপকে গেলেন উপনির্বাচনে ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিন্‌হা। বাবুলের প্রায় দু’লক্ষ ভোটের ব্যবধানকে ছাপিয়ে তিন লক্ষের বেশি ভোটে জিতলেন শত্রুঘ্ন। তবে প্রবীণ অভিনেতার জয়ে খুশি বাবুল।
নিজের পুরনো কেন্দ্রে তাঁর প্রাক্তন দল বিজেপির এই ধরাশায়ী দেখে বাবুল টুইট করে বললেন, ‘‘সেইসব বিজেপি নেতাদের মুখগুলো দেখতে ইচ্ছা করছে যারা আমার পরিশ্রমকে গুরুত্ব দেয়নি। যারা বলেছিল আসানসোলে বিজেপির টিকিটে একটা দেশলায় কাঠিকে দাঁড় করালেও জিতে যেত। সেইসব বিজেপি নেতাদের মুখে সপাটে থাপ্পড় মেরেছে আসানসোল। তাই আসানসোলবাসীকে আমার ধন্যবাদ।’’
আসানসোলে তাঁর রেকর্ড ভোটে জয়ে যারপরনাই খুশি ‘বিহারিবাবু’। তিনি এই জয়কে মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎসর্গ করেছেন। ভোট গণনা শুরুর আগেই মন্দিরে গিয়ে পুজো দেন তাঁর স্ত্রী পুনম।

আরও পড়ুন : বাংলায় বামেদের রক্তক্ষরণ কি তবে বন্ধ হল?

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক