তৃণমূলে দায়িত্ব আরও বাড়ল বাবুল সুপ্রিয়র। দলের হয়ে এবার সর্বভারতীয় স্তরেও বক্তব্য রাখবেন বাবুল সুপ্রিয়। শুধু বাবুল নয় গুরুত্ব বাড়ল তৃণমূলে যোগ দেওয়া আরও দুজনের। তিন নেতাকে দলের জাতীয় মুখপাত্রের তালিকায় নতুন করে সংযোজন করল তৃণমূল। এই নেতারা হলেন – কীর্তি আজাদ, মুকুল সাংমা এবং অবশ্যই বাবুল সুপ্রিয়। আর দলের শীর্ষ নেতৃত্বের এই সিদ্ধান্তে বেজায় খুশি বাবুল। ফেসবুকে জানিয়েছেন নিজের খুশির কথা।
টুইটে কৃতজ্ঞতা জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে তিনি এদিন লিখেছেন, ”মাননীয় দিদি মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা রইল। তৃণমূলের জাতীয় মুখপাত্রদের দলে আমাকে অন্তর্ভুক্ত করার জন্য আমি কৃতজ্ঞ। আমি আমার উপর অর্পিত দায়িত্ব পালন করার জন্য যথাসাধ্য চেষ্টা করব।”
আরও পড়ুন: টানা চারদিন দেশের দৈনিক সংক্রমণ ১৮ হাজারের বেশি
তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, এই তিন নেতাকে দলের জাতীয় মুখপাত্রদের তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে। দ্রুতই এই সিদ্ধান্ত ঘোষণা করবে তৃণমূল কংগ্রেস। ২০২৪ সলের লোকসভা নির্বাচনকে সামনে রেখে এই সিদ্ধান্ত নিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।